৮০ সিনেমা হলে কাজী হায়াতের ৫০তম চলচ্চিত্র ‘বীর’
জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক কাজী হায়াতের নতুন চলচ্চিত্র ‘বীর’। তাঁর ৫০তম চলচ্চিত্রটি আজ ভালোবাসা দিবসে সারা দেশে মুক্তি পেয়েছে। ঢাকাসহ দেশের মোট ৮০টি সিনেমা হলে ছবিটি মুক্তি পায় বলে জানিয়েছেন ছবির সহপ্রযোজক মোহাম্মদ ইকবাল।
এ ব্যাপারে ইকবাল বলেন, ‘দেশের মোট ৮০টি সিনেমা হলে ছবিটি মুক্তি দিয়েছি। বর্তমানে দেশে সিনেমা হলের সংখ্যা অনেক কম। এখন দেশে মাত্র ৬৫টি সিনেমা হল চালু আছে। এর মধ্যে কিছু সিনেমা হল আছে, যেগুলো শুধু ঈদের সময় চালু হয়। বন্ধ থাকা সেই সিনেমা হলগুলোর মধ্যে ১২টি সিনেমা হলেও ছবিটি প্রদর্শিত হচ্ছে। এ ছাড়া তিনটি সিনেপ্লেক্সে সিনেমাটি চলছে।’
গত ৪ ফেব্রুয়ারি ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র পায়। ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন সেন্সর বোর্ডের সদস্যরা। ছবিটি প্রযোজনা করেছে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস। এর সহপ্রযোজক হিসেবে আছেন মোহাম্মদ ইকবাল।
জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ। প্রায় অর্ধশত সিনেমা নির্মাণ করলেও হালের জনপ্রিয় তারকা শাকিব খানকে নিয়ে এর আগে কোনো চলচ্চিত্র নির্মাণ করেননি।
‘বীর’ ছবিতে শাকিব-বুবলী ছাড়াও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শিবা শানু, নানা শাহ, জ্যাকি আলমগীর, কমল, কাবিলাসহ অনেকে। এর আগে শাকিব খানের এস কে ফিল্মস থেকে ‘হিরো : দ্য সুপারস্টার’ ও ‘পাসওয়ার্ড’ নামে দুটি ছবি মুক্তি পায়। ছবি দুটি ব্যবসায়িক সফলতাও পেয়েছে। ‘বীর’ শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠানের তৃতীয় ছবি।