‘দাগি’র বিশেষ প্রদর্শনীতে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ

এবার ঈদে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। সিনেমাগুলোকে ঘিরে দর্শকদের উন্মাদনাও লক্ষ্য করা গেছে প্রচুর। সিঙ্গেল হল থেকে শুরু করে মাল্টিপ্লেক্সগুলোতে টিকিট নিয়ে চলছে হাহাকার।
এমন অবস্থায় ৭ এপ্রিল রাতে রাজধানীর একটি আধুনিক প্রেক্ষাগৃহে ছিল ‘দাগি’ সিনেমার বিশেষ প্রদর্শনী। আয়োজনে উপস্থিত অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, নির্মাতা, প্রযোজক এবং সাংবাদিকরা ফিলিস্তিনে ইসরায়েলের চালানো গণহত্যার প্রতিবাদে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে মৌন প্রতিবাদে অংশ নেন।
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ৭ এপ্রিল সারা বিশ্বে ডাকা হয় ‘গ্লোবাল স্ট্রাইক’। এতে সমর্থন জানান এদেশের সাধারণ মানুষ। পূর্ব পরিকল্পিত হওয়ায় একইদিনে অনুষ্ঠিত হয় ‘দাগি’ সিনেমার বিশেষ প্রদর্শনী। তবে শিল্পী ও সাংবাদিক সমাজের যারা এই আয়োজনে উপস্থিত ছিলেন তারা সেই প্রতিবাদকে সমর্থন করতে ভোলেননি। গণহত্যার প্রতিবাদ জানিয়ে এক মিনিট নীরবতার মাধ্যমে অংশ নিয়েছেন বিশেষ প্রদর্শনীতে।
আয়োজনে ‘দাগি’ সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, আমরা দেখেছি কোনো একটি সিনেমার রিভিউ দাগি বলে চালিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। যারা এটা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব।
একটি ভিডিওতে দেখেছি যেখানে বলা হচ্ছে, ‘এটি একটি জঘন্য সিনেমা। আমরা টিকিট না পেয়ে এই সিনেমা দেখেছিলাম। খুব খারাপ।’ পাশে দাগির পোস্টার, যেন এটা দাগির রিভিউ। এতদিন ধরে একটাও নেগেটিভ রিভিউ পেলাম না, হঠাৎ করে কেন এই ধরনের রিভিউ যে, এত খারাপ সিনেমা!
এরপর হুঁশিয়ারি দিয়ে এই প্রযোজক আরো বলেন, যারা এটা করেছেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আর কেউ এরকম ঔদ্ধত্য দেখাবেন না, আবারো যদি কেউ এরকম করেন তাহলে আমরা অবশ্যই আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।
আলফা আই প্রযোজিত ‘দাগি’ নির্মাণ করেছেন শিহাব শাহীন। এতে অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহিদ্দুজামান সেলিম, গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু প্রমুখ।