‘লা লা ল্যান্ড’-কন্যা এমার সাত কথা
দিনকয়েক আগেই গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড মাত করেছে ‘লা লা ল্যান্ড’। মিউজিক্যাল ড্রামা ঘরানার এই ছবি দিয়ে সেরা কমেডি/মিউজিক্যাল ক্যাটাগরিতে সেরা অভিনেত্রীর পুরস্কারটা নিজের করে নিয়েছেন এমা স্টোন। রোলিং স্টোন ম্যাগাজিনের কন্ট্রিবিউটিং এডিটর এমার সঙ্গে বেশ খানিকটা সময় কাটিয়ে নিয়েছেন এই ছবি বা এমার নিজস্ব জীবন নিয়ে কিছু জানতে।
১. প্রতিদিন পেশির ব্যায়াম
ছবির দরকারেই, প্রতিদিনই মাসলের জন্য আলাদা ব্যায়াম আর নড়াচড়া করতে হয়েছে এমাকে। এমনটা নাকি তিনি আগে কখনোই করেননি!
২. ১০ টেকে বাজিমাত
‘লা লা ল্যান্ড’ ছবিতে রয়েছে দুর্দান্ত সব ড্যান্স নাম্বার। এর মধ্যে সবচেয়ে কঠিনটি নাকি এমা মোটমাট ১০ শটেই একেবারে শেষ করে দিয়েছেন। এটাই ছিল এই ছবিতে, অনেকের মতে—সেরা পারফর্মেন্স।
৩. ছোটবেলার অসুখ
শিশু বয়সে দুশ্চিন্তাজনিত কিছু মানসিক রোগে ভুগতেন এমা। তবে সেটি এখন আর নেই একেবারেই। ইমপ্রোভাইজিং কমেডিতে পারফর্ম করতে করতে এই অসুখ একেবারেই হাওয়া হয়ে গিয়েছে তাঁর!
৪. সাদামাটা মানুষ
এমার সহশিল্পী জোনাহ হিলের কথা হলো, অনস্ক্রিনে যেমনই দেখাক বা তিনি যেমনটাই হোন, পর্দার বাইরের এমা নাকি একেবারেই সাধারণ মানুষ। একেবারে সাদামাটা এক মাটির মানুষ তিনি।
৫. অভিনয় সোজা নয়!
এমার জীবনের কঠিনতম পারফর্মেন্স ছিল নাকি উডি অ্যালেনের এক ছবিতে জোয়াকুইন ফিনিক্সের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করা!
৬. ও আমার বন্ধু গো!
এমার প্রিয় বন্ধু হলেন জেনিফার লরেন্স। দুজনে মিলে চুটিয়ে আড্ডা মারেন আর মজা নব্বই দশকের কমেডি ছবি দেখেন।
৭. ট্রাম্পকে ‘না’
একেবারে কড়া রকম ট্রাম্পবিরোধী ছিলেন এমা। নির্বাচনের সময়ে সরাসরি অবস্থান নিয়েছিলেন হিলারি ক্লিনটনের পাশে।