কান চলচ্চিত্র উৎসবে পেদ্রো আলমোদোভার প্রধান বিচারক
কান চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরের প্রধান বিচারকের ভূমিকা পালন করতে যাচ্ছেন নন্দিত স্প্যানিশ চলচ্চিত্র নির্মাতা পেদ্রো আলমোদোভার। হলিউড রিপোর্টারের খবরে জানা গেল, জুরিবোর্ডের প্রেসিডেন্ট হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে।
এই ঘোষণায় পেদ্রো আলমোদোভার প্রতিক্রিয়া জানিয়েছেন এভাবে, ‘এমন দারুণ একটি অবস্থানে থেকে কান চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরে অংশ নিতে পেরে খুবই ভালো লাগছে। আমি কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করছি, আর হ্যাঁ, সঙ্গে কিছুটা উচ্ছ্বাসও কাজ করছে বটে! আমি এই দায়িত্বের গুরুত্ব সম্বন্ধে জানি এবং আশা রাখি যে আমি কাজটা ভালোভাবে করতে পারব। আমি এটা বলতে পারি যে এই কাজের জন্য আমি নিজেকে পরিপূর্ণভাবে নিয়োজিত করতে চাই। এটা দারুণ সম্মান এবং আনন্দের বিষয়।’
এই চলচ্চিত্র উৎসবের প্রেসিডেন্ট পিয়্যের লেসক্যুর এবং ডেলিগেট জেনারেল থিয়েরি ফেম জানান, পেদ্রো আলমোদোভারের জন্য এমন একটি ব্যবস্থাপনা করতে পেরে তাঁরা খুবই খুশি।
এখনো পর্যন্ত পেদ্রো আলমোদোভারের পাঁচটি ছবি কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেছে। ২০০৪ সালে তাঁর ‘ব্যাড এডুকেশন’ ছবিটির মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়। উৎসবের ৬০তম আসরে তাঁকে নিয়েই উৎসবের মূল পোস্টারটি নির্মাণ করা হয়েছিল।
জুরি বোর্ডের অন্য সদস্যদের নাম আগামী এপ্রিল মাসের মধ্যেই ঘোষণা করা হবে। ১৭ মে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।