গ্র্যামি ২০১৭
মন ও পুরস্কার দুটোই জয় করলেন অ্যাডেল
বিশ্বসংগীতের মর্যাদাপূর্ণ আসর গ্র্যামি অ্যাওয়ার্ডে ‘হ্যালো’ দিয়ে সবার মন জয় করে নিয়েছেন সুকণ্ঠী গায়িকা অ্যাডেল। এর কারণ এবারের ৫৯তম আসরের পর্দা উঠেছে এই ‘হ্যালো’ গানটি দিয়েই। কালো ও লাল রং মেশানো গাউনে অ্যাডেল যখন সংগীতের মূর্ছনায় সবাইকে মুগ্ধ করছিলেন, তখন কি তিনি জানতেন এবারের সেরা গানের পুরস্কারটি উঠবে তারই হাতে? তাও আবার এই ‘হ্যালো’ গানটির জন্যই?
দ্য গার্ডিয়ান ও টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, রাতটি প্রকৃত অর্থেই অ্যাডেলের ছিল, কারণ শুধু সেরা পপ সলো গান হিসেবে ‘হ্যালো’ নয়, তাঁর নতুন অ্যালবাম ‘২৫’ অর্জন করেছে সেরা পপ ভোকাল অ্যালবামের কৃতিত্ব। সেরা তিন ক্যাটাগরিতে অ্যাডেল প্রতিযোগিতা করে পেছনে ফেলেছেন আরেক জনপ্রিয় শিল্পী বেয়ন্সেকে।
তবে খালি হাতে ফিরতে হয়নি বেয়ন্সেকে। ২১ বার গ্রামি অ্যাওয়ার্ড পাওয়া বেয়ন্সে তাঁর ‘ফরমেশন’ গানটি দিয়ে ছিনিয়ে নিয়েছেন সেরা মিউজিক ভিডিওর পুরস্কার। এ ছাড়া নয়টি বিভাগে মনোনীত হয়ে সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া শিল্পীর জায়গাটি কিন্তু ছিল তারই দখলে।
বেয়ন্সের জন্য এবারকার আসরটি ছিল একটু ভিন্ন, কারণ মাত্র ১২ দিন আগেই যমজ সন্তান হওয়ার খবরটি তিনি সবাইকে জানান। এই পপ সুপারস্টার ঝলমলে সোনালি রঙের পোশাক পরে, গর্ভাবস্থা নিয়ে নির্দ্বিধায় উঠে আসেন মঞ্চে, পরিবেশন করেন গান। যমজ সন্তানের মা হতে যাওয়া বিয়ন্সের গান এ সময় সবাইকে সুরের জাদুতে মুগ্ধ করে রাখে।
এবার সেরা নতুন শিল্পীর পুরস্কার পেয়েছেন চান্স দ্য র্যাপার। প্রি শো অ্যাওয়ার্ডেও তিনি সেরা র্যাপা পারফরমেন্স অ্যাওয়ার্ড ঝুলিতে পুরেছেন।
সেরা নতুন শিল্পীর অ্যাওয়ার্ড নেওয়ার সময় চান্স দ্য র্যাপার বলেন, ‘ঈশ্বরের প্রতি আমি কৃতজ্ঞ। আমি ঈশ্বরের নামে এই বিজয় উৎসর্গ করছি। আমি যখন যুবক ছিলাম, তখন আমার মা ও বাবা আমাকে অনেক সহযোগিতা করেছেন, এ জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাচ্ছি।’
নিচে দেওয়া হলো ৫৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডের উল্লেখযোগ্য পুরস্কার বিজয়ীর তালিকা
সেরা গান
হ্যালো : অ্যাডেল
সেরা র্যাপ অ্যালবাম
চান্স দ্য র্যাপার : কালারিং বুক
সেরা আর্বান কনটেম্পোরারি অ্যালবাম
লেমোনাড : বেয়ন্সে
সেরা কান্ট্রি সোলো পারফরমেন্স
মাই চার্চ : ম্যারেন মোরিস
সেরা রক গান
ব্ল্যাকস্টার : ডেবিড বোয়ি
সেরা পপ দ্বৈত/গ্রুপ পারফরমেন্স
স্ট্রেসড আউট : টোয়েন্টি ওয়ান পাইলটস
সেরা নতুন শিল্পী
চান্স দ্য র্যাপার
সেরা পপ ভোকাল অ্যালবাম
২৫ : অ্যাডেল
সেরা পপ সোলো পারফরমেন্স
হ্যালো : অ্যাডেল
সেরা মিউজিক ভিডিও
ফরমেশন : বেয়ন্সে
বেয়ন্সের গাওয়া ফরমেশন গানটির মিউজিক ভিডিও নিচে দেওয়া হলো। এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডে এই মিউজিক ভিডিওটি সেরা হিসেবে বিবেচিত হয়েছে।