ভালোবাসা দিবসে এনটিভির জমকালো আয়োজন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/02/13/photo-1486976331.jpg)
আগামীকাল মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে এনটিভি নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। বিশেষ নাটক প্রচারের পাশাপাশি সেলিব্রিটি টকশো বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হবে। চলুন জেনে নিই, আগামীকাল এনটিভিতে আরো কী কী অনুষ্ঠান থাকছে।
পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘জান আমার জান’
সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘জান আমার জান’। বদিউল আলম খোকনের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর, উজ্জ্বল, সুচরিতা, আহমেদ শরীফ প্রমুখ।
বিশেষ টেলিফিল্ম ‘নীল প্রজাপতি’
দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘নীল প্রজাপতি’। শিহাব শাহীন ও মেজবাহ উদ্দিন সুমনের যৌথ রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। এতে অভিনয় করেছেন অপূর্ব, মম, আলিফ, নওশাবা, শাহেদ, মুনিরা মিঠু, মাহমুদ সাজ্জাদ, খালেকুজ্জামান প্রমুখ।
টেলিফিল্মের গল্পে দেখা যাবে, ‘সমুদ্র আর নিতুর প্রথম দেখা হওয়ার ব্যাপারটা ছিল খুব চমকপ্রদ। স্থানীয় একটি হোটেল হানিমুন কাপলদের জন্য বিশেষ অফার প্রমোট করার জন্য মডেল হিসেবে ওদের দুজনকে নির্বাচন করে। সমুদ্র আর নিতু স্বামী-স্ত্রী সেজে যখন ক্যামেরার সামনে দাঁড়ায়, তখনই দুজনেরই কেমন অদ্ভুত একটা অনুভূতি হয়। কিন্তু ফটোসেশন শেষে সমুদ্র নিতুকে আর খুঁজে পায় না। বন্ধুর কাছ থেকে শুধু নিতুর ক্যাম্পাসের কথাই জেনেছে। অনেক চেষ্টার পর নিতুর সাক্ষাৎ পায় সমুদ্র। কিন্তু সমুদ্রকে চমকে দিয়ে নিতু জানায় সে খ্রিস্টান। শুরু হয় সংকট।’
সেলিব্রিটি টকশো ‘ভালোবাসার ঘর’
বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ সেলিব্রিটি টকশো ‘ভালোবাসার ঘর’। নাবিলার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন দেশের জনপ্রিয় লেখক দম্পতি মঈনুল আহসান সাবের ও মিসেস সাবের এবং জাদুশিল্পী দম্পতি জুয়েল আইচ ও বিপাশা আইচ। আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানটিতে তাঁদের দাম্পত্য জীবনের নানা গল্প, প্রেম ও প্রণয়ের গল্প শোনাবেন দর্শককে।
বিশেষ নাটক ‘আমার গল্পে তুমি’
রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘আমার গল্পে তুমি’। মিজানুর রহমান আরিয়ানের চিত্রনাট্য রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তাহসান, মিথিলা, ঊর্মিলা, মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, ‘রাফসানের সঙ্গে সায়রার পরিচয় হয় একটি দুর্ঘটনার মধ্য দিয়ে। সায়রার বাসায় ওঠে আহত রাফসান। রাফসানের সঙ্গে ভালো বন্ধুত্ব হয় সায়রার। ধনী বাবার একমাত্র মেয়ে সায়রা জীবনকে কখনো সাধারণভাবে দেখেনি। রাফসান তাকে সেই সাধারণ জীবনটা খুব কাছ থেকে দেখায়। সায়রা অভ্যস্ত হয়ে যায় রাফসানে। এমন একটা সময় রাফসান সায়রার কাছে তুলে ধরে রিয়ার সঙ্গে তার ভালোবাসার গল্প। বেকার রাফসানকে সাতদিনের সময় দিয়েছে রিয়ার বাবা। এর মাঝেই চাকরি জোগাড় করে রিয়ার বাবার সামনে দাঁড়াতে হবে তাকে। শেষমেশ কার গল্পে থাকবে রাফসান? সায়রার নাকি রিয়ার?’
বিশেষ টেলিফিল্ম ‘নোনা জলে হঠাৎ দেখা’
রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘নোনা জলে হঠাৎ দেখা’। আলী আশরাফ আকঞ্জী রিয়েলের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য করেছেন আফরীন জেসিকা এবং পরিচালনা করেছেন আমিরুল ইসলাম অরুণ। এতে অভিনয়ে করেছেন আনিসুর রহমান মিলন, অপর্না ঘোষ, সামিয়া, সাজ্জাদ সাজু, মাসুম বাশার, কাজী রাজু, রেইনি হাবিবা প্রমুখ।
টেলিফিল্মের গল্পে দেখা যাবে, মিঠি তার এনজিওর স্পেশাল অ্যাসাইনমেন্ট নিয়ে কক্সবাজারে আসে। ঘটনাক্রমে দেখা হয় প্রতীকের সঙ্গে। প্রতীক সৃজনশীল একজন মানুষ। দুজনেরই দৈনন্দিন কাজের শেষে পড়ন্ত বিকেলে দেখা হয় সমুদ্রের পাড়ে, কথা হয়। প্রথমে বুঝতে না পারলেও পরে মিঠি বুঝতে পারে প্রতীক অন্ধ। এত সুন্দর করে কথা বলে, এত সুন্দর দেখতে যে মানুষটা, আর সে কিনা অন্ধ! ওদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। মিঠি ও প্রতীক একটু অন্যরকম অনুভূতির আকাঙ্ক্ষা অনুভব করে। সেটা কি ভালোবাসা! হতে পারে অথবা না। মিঠির ঢাকায় ফেরার সময় এসে গেছে। এরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্য দিয়ে গল্প এগিয়ে যায় ‘নোনা জলে হঠাৎ দেখা’।