স্করসেসি-নিরোর নতুন ছবি চলবে নেটফ্লিক্সে
মার্টিন স্করসেসির নির্মিতব্য গ্যাংস্টার মুভি ‘দি আইরিশম্যান’ বিশ্বব্যাপী প্রদর্শনের স্বত্ব কিনে নিয়েছে নেটফ্লিক্স। ভ্যারাইটি থেকে পাওয়া সংবাদে এও জানা গেল, এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে চলেছেন রবার্ট ডি নিরো।
এ বিষয়ে অবশ্য এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি জানায়নি নেটফ্লিক্স কর্তৃপক্ষ। তবে এই প্রোজেক্টের ঘনিষ্ঠ একটি সূত্র এরই মধ্যে নিশ্চিত করেছেন সংবাদমাধ্যম ইন্ডিওয়্যারকে।
স্করসেসি ও ডি নিরোর যৌথ প্রোজেক্ট হিসেবে ‘দি আইরিশম্যান’ হতে চলেছে নবম। চিত্রনাট্য লিখেছেন স্টিভেন জাইলিয়ান। চার্লস ব্র্যান্ডটের উপন্যাস ‘আই হেয়ার্ড ইউ পেইন্ট হাউস’ অবলম্বনেই এই সিনেমার কাহিনী, যাতে তুলে ধরা হয়েছে হিটম্যান ফ্র্যাঙ্ক ‘দি আইরিশম্যান’ শিরানের জীবন।
স্করসেসি ও ডি নিরোর প্রথম যৌথ কাজ ছিল ১৯৭৩ সালের ‘মিন স্ট্রিটস’। এরপর ডি নিরো একে একে স্করসেসির ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘নিউইয়র্ক, ‘রেজিং বুল’, ‘দ্য কিং অব কমেডি’, ‘গুডফেলাস’, ‘কেপ ফিয়ার’ ও ‘ক্যাসিনো’ ছবিতে অভিনয় করেছেন।
এ বছরের শেষ দিকে ‘দি আইরিশম্যান’ ছবিটির কাজ শুরু হওয়ার কথা রয়েছে। ২০০৮ সালেই এ ছবি নিয়ে পরিকল্পনা হয়েছিল, যা এত দিন পর মাঠে গড়াতে চলেছে।