সম্মানিত হচ্ছেন চার গুণী নাট্যশিল্পী
আজ সন্ধ্যায় মণিপুরি থিয়েটারের নাট্য প্রযোজনা ‘কহে বীরাঙ্গনা’র ৫০তম প্রদর্শনী হবে। নাটকটির ৫০তম প্রদর্শনী উপলক্ষে অনুষ্ঠানে গুণী নাট্য ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে মণিপুরি থিয়েটার সম্মাননা জানাবেন চার গুণী নাট্যশিল্পী তমালিকা কর্মকার, রোজী সিদ্দিকী, ত্রপা মজুমদার ও সামিনা লুৎফাকে।
অভিনেত্রী ত্রপা মজুমদার বলেন, ‘আজ আমরা সম্মাননা পাচ্ছি। এই বিষয়টার চেয়ে আমি গুরুত্বের সঙ্গে মণিপুরি থিয়েটারকে সাধুবাদ জানাতে চাই। তাঁরা অভিনন্দন পাওয়ার যোগ্য। কারণ নানা প্রতিকূলতা উপেক্ষা করে নাটকটি তাঁরা দীর্ঘদিন মঞ্চস্থ করতে সক্ষম হয়েছে।’
মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য থেকে ‘কহে বীরাঙ্গনা’ নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। নাটকটিতে একক অভিনয় করেছেন জ্যোতি সিনহা। তাঁর সঙ্গে ভাবমুদ্রা রূপায়ণ করেছেন সুনন্দা সিনহা, ভাগ্যলক্ষ্মী সিনহা, স্মৃতি সিনহা ও শুক্লা সিনহা। নাটকটির সংগীত গেয়েছেন শর্মিলা সিনহা এবং বাদ্য বাজিয়েছেন বিধান চন্দ্র সিংহ ও লক্ষণ সিংহ।
মণিপুরি থিয়েটারের নাট্য প্রযোজনা ‘কহে বীরাঙ্গনা’ ২০১০ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন মঞ্চে মঞ্চস্থ করা হয়। বাংলাদেশ ছাড়াও ভারতের আগরতলা ও আসামে নাটকটির বিশেষ প্রদর্শনী করা হয়। ২০১২ সালে সেরা মঞ্চ নাটক হিসেবে আবদুল জব্বার খান পদক অর্জন করে ‘কহে বীরাঙ্গনা’ নাটক। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) পদকটি দেয়।