প্রত্যাশা মাফিকই আয় করছে বাহুবলি-২
প্রায় দুই বছর অপেক্ষার পর অবেশেষে মুক্তি পেয়েছে বহুল আলোচিত তামিল ছবি ‘বাহুবলি : দ্য কনক্লুশন’।মুক্তির পর রীতিমতো ঝড় তুলেছে ছবিটি। যদিও এ রকম ঝড় প্রত্যাশিতই ছিল। এত দিন বলিউডের ছবিগুলো বক্স অফিস দখল করে থাকলেও সেখানে ভাগ বসিয়েছে বাহুবলি সিরিজ। বাহুবলির প্রথম কিস্তি বক্স অফিসে দারুণ সাড়া জাগিয়েছিল। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় কিস্তি ‘বাহুবলি টু’ রেকর্ড ব্যবসা করেছে শুরুর দুই দিনেই।
‘বলিউড বক্স অফিসে’র তথ্যমতে মুক্তির দ্বিতীয় দিন পর্যন্ত ‘বাহুবলি টু’ গোটা ভারতে আয় করেছে ২২১ কোটি রুপি। এর মধ্যে শুধু হিন্দি ভাষায় ডাব করা ‘বাহুবলি’ আয় করেছে ৭৭ কোটি ৫৫ লাখ রুপি।
ভারতের প্রায় ছয় হাজার ৫০০ এবং ভারতের বাইরে ৯ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। প্রথম দুই দিনের ব্যবসায়িক সফলতার দিক বিবেচনা করে অনেক চলচ্চিত্র সমালোচক মনে করছেন ‘বাহুবলি টু’ প্রথম সপ্তাহে সবরকম হিসাবের সমীকরণ ছাড়িয়ে যাবে।
‘বাহুবিল টু’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, তামান্না ভাটিয়া, রানা দাগুবতিসহ আরো অনেকে।