ফেসবুকে নাটকীয়ভাবে শখ-ইমনের পরিচয়!
সম্প্রতি ইমন ও শখ একটি নাটকে অভিনয় করেছেন যেখানে তাঁদের পরিচয় ফেসবুকের মাধ্যমে হয়। নাটকটির নাম ‘তোমায় নিয়ে’।
রোমান্টিক ঘরানোর নাটকটি আসছে ঈদুল আজহা উপলক্ষে নির্মাণ করেছেন নাজমুল হক বাপ্পী। লিখেছেন ওসমান সজীব। নাটকটি এনটিভিতে প্রচারিত হবে।
পরিচালক নাজমুল হক বাপ্পী বলেন, “ভিন্ন ধারার রোমান্টিক গল্পের নাটক ‘তোমায় নিয়ে’। ফেসবুকে নাটকীয়ভাবে শখ ও ইমনের পরিচয় হয়। এরপর দুজনের ভালো সম্পর্ক তৈরি হয়। তবে নাটকের শেষ অধ্যায়ে দর্শকের জন্য আমরা চমক রেখেছি। কী সেই চমক এটা জানতে দর্শকদের নাটকটি দেখতে উৎসাহিত করছি। আশা করছি, দর্শক নাটকটি দেখে আনন্দ পাবেন।”
পরিচালক আরো বলেন, ‘এটা আমার নির্মাণের পঞ্চম নাটক। নাটকের শুটিংয়ের সময় খুব বৃষ্টি হয়েছিল। বেশ সমস্যায় পড়েছিলাম আমরা। এরপরও খুব যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করার চেষ্টা করেছি। শিল্পীরাও সহযোগিতা করেছেন।’
নাটকে শখ ও ইমন ছাড়াও অভিনয় করেছেন আনন্দ খালেদ, গোলম রাব্বানী মিন্টু, জাহের আলভি প্রমুখ।