প্রথমবারের মতো একই নাটকে ফারহানা মিলি ও মেহজাবীন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/17/photo-1439800340.jpg)
আনিতা হাতে লাঠি নিয়ে বসে আছে। লাঠি ছাড়া সে চলতে পারে না, কারণ আনিতা জন্মান্ধ। তার প্রিয় বান্ধবী মিম। মিম পাশে বুঝতে পেরে আনিতা বলল, ‘কিরে মিম, তুই কী করছিস? মিম উত্তর দিল, ‘ওই আকাশটাকে দেখে ভেজা মেঘগুলোর ওপর হিংসে হচ্ছে খুব। সুন্দর লাগছে আজ আকাশটাকে। আনিতা বলল, ‘তোর কথা শুনে আমারও লোভ হচ্ছেরে, কিন্তু তুই তো তাও দেখতে পাচ্ছিস... আমি তো...’ এই কথা বলে থেমে গেল আনিতা।
আনিতা ও মিম বাস্তবের কেউ নয়, নাজমুল হক বাপ্পী পরিচালিত ‘আকাশ মেঘে ঢাকা’ নাটকের দুটি চরিত্রের নাম। নাটকটিতে আনিতা চরিত্রে মেহজাবীন ও মিম চরিত্রে ফারহানা মিলি অভিনয় করেছেন। নাটকে তাঁরা দুজন ভালো বন্ধু, আপন বোনের মতোও বলা যায়।
নাটকের কাহিনী নিয়ে ফারহানা মিলি বলেন, ‘আনিতা যেহেতু অন্ধ তাই তার মা আমাকে আনিতার দেখাশোনা করার কথা বলেন, কারণ কাজে অনেক ব্যস্ত থাকেন তিনি। আর আমি মিমের বন্ধু হলেও বোনের মতো ওর দেখাশোনা করি।’
এই প্রথম মিলি ও মেহজাবীন একসঙ্গে কোনো নাটকে অভিনয় করেছেন। এর আগে তাঁদের দেখা হয়নি। তবে তাঁরা তাঁদের কাজের সঙ্গে পরিচিত বলে জানান।মেহজাবীন বলেন, ‘মিলি আপুর কাজের সঙ্গে আমি পরিচিত। আজ প্রথম তাঁকে দেখলাম। তিনি আমার বড় হলেও বন্ধুর চরিত্রে কাজ করতে মন্দ লাগছে না বরং উপভোগ করছি।’
মিলি ও মেহজাবীন ছাড়া নাটকটিতে আরো অভিনয় করেছেন পাভেল ইসলাম ও নিরব।
নাটকটিতে অভিনয় করতে কেমন লাগছে প্রশ্ন করতে পাভেল ইসলাম বলেন, ‘নাটকের গল্প ভালো। অনেক মোড় আছে। নাটকের শুরুতে অনেক দুঃখের দৃশ্য রয়েছে। কিন্তু নাটকের শেষে দর্শকদের জন্য অনেক চমক অপেক্ষা করবে। এ ধরনের গল্পে কাজ করে অনেক ভালো লেগেছে।’
আসছে ঈদ উপলক্ষে নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলে জানান পরিচালক নাজমুল হক বাপ্পী। তিনি বলেন, ‘আমি পেশায় একজন চিত্রশিল্পী। বর্তমানে আমি চিত্রশালা নিয়ে চীনে উচ্চতর পড়াশোনা করছি। কিছুদিন আগে দেশে ফিরেছি। আমার ইচ্ছে আছে যখনই দেশে ফিরব ঠিক তখনই নাটক নির্মাণ করব। এটা আমার শখের কাজ। এই নাটকটি নিয়ে আমি অনেক আশাবাদী।’