অস্কার দৌড়ে এগিয়ে যে ১০ ছবি
আজ ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে বসছে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে কুলীন পুরস্কার অস্কারের ৯০তম আসর। ২০১৭ সালের সেরা চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রীসহ মোট ২৪টি বিভাগে দেওয়া হবে এই পুরস্কার। তাই অস্কারকে ঘিরে নানা জল্পনা-কল্পনা, তর্ক-বিতর্কে মুখর হয়ে রয়েছে হলিউড অঙ্গন। কারা পাচ্ছেন সেরার মর্যাদা? অস্কার পাওয়ার আগে এনডিটিভির সৌজন্যে চলুন এক নজরে দেখে নিই ২০১৭ সালের ১০টি আলোচিত চলচ্চিত্র, যাদের কলাকুশলী এবং ছবি হিসেবে এগিয়ে রয়েছে অস্কারের পাওয়ার দৌড়ে।
১. ফ্যান্টম থ্রেড
ছবিটি পরিচালনা করেছেন পল থমাস অ্যান্ডারসন। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ডে লুইস। যেখানে একজন দর্জির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এ ছাড়া রয়েছেন লেসলে ম্যানভিল। ১৯৫০-এর দশকের লন্ডনের পটভূমিকায় এগিয়ে গেছে ছবির কাহিনী। ছবিতে মার্ক ব্রিজের নিত্যনতুন কস্টিউমের ব্যবহার দেখা গেছে। তাই কাহিনী ও অভিনয়ের পাশাপাশি কস্টিউম ডিজাইনে এবারের অস্কারের দৌড়েও এগিয়ে রয়েছে ছবিটি।
২. কল মি বাই ইয়োর নেম
২০০৭ সালে আন্দ্রে আক্রিমানের লেখা ‘কল মি বাই ইয়োর নেম’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন লকা গুয়াদাগনিনো। চিত্রনাট্য লিখেছেন জেমস আইভরি। ১৯৮৩ সালের ইতালির পটভূমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছবিটির পটভূমি। সমকামিতাকে উপজীব্য করে নির্মাণ হয়েছে এই ছবি। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন টিমোথে চালামেট ও আর্মেই হ্যামার।
৩. দ্য শেপ অব ওয়াটার
১৯৯৪ সালে আন্দ্রে কামিল্লেরির লেখা ‘দ্য শেপ অব ওয়াটার’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। একটি গবেষণাগারে মানুষ-সরীসৃপ প্রজাতির প্রাণীর সঙ্গে একজন বাকপ্রতিবন্ধী রক্ষীর প্রেমের সম্পর্ককে ঘিরে এগিয়ে গেছে ছবির কাহিনী। ছবিটি পরিচালনা করেছেন গিলেরমো দেল তোরো। ছবিতে অভিনয় করেছেন সাল্লি হকিন্স, মিশেল শ্যানন, রিচার্ড জেনকিন্স, মিশেল স্টালবার্গ, অক্টাভিয়া স্পেনসারের মতো তারকারা।
৪. গেট আউট
ভৌতিক ঘরানার এই ছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন জর্ডান পিলে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল কালুইয়া ও অ্যালিসন উইলিয়ামস। ছবিতে একজন কৃষ্ণাঙ্গ ছেলের সঙ্গে শ্বেতাঙ্গ মেয়ের প্রেমের পাশাপাশি ফুটে উঠেছে বিভিন্ন ধরনের গোপন তথ্য ও ভৌতিক কার্যকলাপ।
৫. বেবি ড্রাইভার
অ্যাকশন কমেডি ঘরানার এই ছবি লিখেছেন ও পরিচালনা করেছেন এডগার রাইট। ছবিতে এমন একজন নৃত্যশিল্পীকে দেখা যায়, যিনি গানের তালে তালে অ্যাকশন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ছবিটিতে অভিনয় করেছেন এন্সেল এলগর্ট, কেভিন স্পেসি, লিলি জেমস, ইয়াজা গঞ্জালেজ, জন হ্যাম, জেমি ফক্স, জন বার্থালের মতো তারকারা।
৬. দ্য মেয়েরোউইটজ স্টোরিজ
হাস্য-রসাত্মকভিত্তিক ছবিটি লিখেছেন এবং পরিচালনা করেছেন নোয়া বাউমব্যাচ। বাবা ও ছেলের মধ্যকার সম্পর্কও ফুটে উঠেছে ছবিটিতে। ছবিটিতে অভিনয় করেছেন অ্যাডাম স্যান্ডলার, বেন স্টিলার, ডাস্টিন হফম্যান, এলিজাবেথ মার্ভেল ও এমা থম্পসন।
৭. থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি
ছবিটির চিত্রনাট্য, প্রযোজনা, পরিচালনা সবকিছুই একা হাতে করেছেন মার্টিন ম্যাকডোনাগ। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফ্রান্সেস ম্যাকডোনাগ, যিনি তাঁর মেয়ের মৃত্যুর রহস্য বের করতে পুলিশের দৃষ্টি আকর্ষণের জন্য তিনটি বিলবোর্ড ভাড়া নেন। ছবিতে আরো অভিনয় করেছেন উডি হ্যারেলসন, স্যাম রকওয়েল।
৮. দ্য ফ্লোরিডা প্রজেক্ট
ছবির কাহিনী লিখেছেন ক্রিস বারগোচ এবং পরিচালনা করেছেন সিন বেকার। ছবিতে ছয় বছর বয়সী বালিকাকে দেখা যায় তাঁর মাকে নিয়ে ফ্লোরিডার একটি মোটেলে থাকে। তারা চায় যেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়। কিন্তু শেষমেশ সমস্যাই তাদের খুঁজে নেয়।
৯. পেডিংটন-২
অ্যানিমেটেড কমেডি ঘরানার ছবিটি লিখেছেন কিং ও সিমন ফার্নবে। পরিচালনা করেছে পল কিং। ২০১৪ সালে মুক্তি পাওয়া পেডিংটন ছবির দ্বিতীয় পর্ব এটি। ছবিতে কণ্ঠ দিয়েছেন হুগ বোনাইভিল, স্যালি হকিন্স, ব্রেন্ডান গ্লিসন, জুলি ওয়াল্টার্স, জিম ব্রডবেন্ট, পিটার ক্যাপাল্ডি, হিউ গ্রান্টের মতো তারকারা।
১০. লেডি বার্ড
ছবিটি লিখেছেন এবং পরিচালনা করেছেন গ্রেটা গেরউইগ। হাই স্কুলপড়ুয়া এক বালকের সঙ্গে তাঁর মায়ের সম্পর্কের ওপর ভিত্তি করে এগিয়ে গেছে ছবিটির কাহিনী। ছবিতে অভিনয় করেছেন সাওরিস রোনামন, লরি মেটাকলফ, ট্রেসি লাটস, লুকাস হেজেস, টমোথিয়ে কলামেট, বেনি ফেলডস্টাইন, স্টিফেন ম্যাকিনলি হেন্ডারসন, লোস স্মিথ মতো তারকারা।