‘নারীদের সবারই বলার মতো গল্প রয়েছে’
ফ্রান্সিস ম্যাকডোরমেন্ড দ্বিতীয়বারের মতো অস্কার জয় করলেন। শ্যালি হকিংস, মারগোট রবি, সাওরশে রোনান, মেরিল স্ট্রিপকে পেছনে ফেলে এবার ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তোলেন ফ্রান্সিস ম্যাকডোরমেন্ড।
ডিএনএ ইন্ডিয়ার খবরে জানা যায়, অ্যাকাডেমি অ্যাওয়ার্ড হাতে পাওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ম্যাকডোরমেন্ড বলেন, ‘আমি নিজেকে খুবই সম্মানিত বোধ করতাম যদি প্রত্যেকটি বিভাগে মনোনীত নারী শিল্পীর সবাই আমার সাথে একসঙ্গে মঞ্চে দাঁড়াতেন। সম্মানিত অথিতিরা চারিদিকে দেখুন নারীদের সবারই বলার মত গল্প রয়েছে।’
‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’ ছবির লেখক মার্টিন ম্যাকডরম্যান্ড জানান, তিনি ফ্রান্সিস ম্যাকডোরমেন্ডকে মাথায় রেখেই ছবিটির গল্প লিখেছেন। এ নিয়ে দ্বিতীয়বারের মত অস্কার জিতলেন ফ্রান্সিস ম্যাকডোরমেন্ড। এর আগে ১৯৯৭ অপরাধভিত্তিক ছবি ‘ফার্গো’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন তিনি। ‘মুনরাইজ কিংডম’, ‘নর্থ কান্ট্রি’, ‘মিসিসিপি বার্নিং’য়ের মত বেশকিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন ফ্রান্সিস ম্যাকডোরমেন্ড।
স্থানীয় সময় রোববার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে বসে অস্কারের ৯০তম আসর। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি থেকে বাছাই করে সেরা চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রীসহ মোট ২৪টি বিভাগে এ সময় দেওয়া হয় সেরার পুরস্কার।