নকল পাণ্ডুলিপি পেতেন অ্যাভেঞ্জার্স সদস্যরা
একসঙ্গে এতজন হলিউড তারকাকে এক পর্দায় আনতে পারেনি আর কোনো প্রযোজনা প্রতিষ্ঠান। আর সেটাই করে দেখিয়েছে মারভেল স্টুডিও। তাই মারভেল স্টুডিওর আসন্ন ছবি ‘অ্যাভেঞ্জারস ইনফিনিটি ওয়ার’ নিয়ে আগ্রহের শেষ নেই ভক্তদের। ভক্তদের আগ্রহ আরো বাড়িয়ে তুলতে বাইরের দুনিয়া এবং গণমাধ্যম থেকে ছবিটির গোটা পাণ্ডুলিপি গোপন রাখা হয়েছে। এ জন্য নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। প্রত্যেক তারকাকে গোটা স্ক্রিপ্ট না দিয়ে দেওয়া হয়েছে আলাদাভাবে। এমনকি ছবির আসল পাণ্ডুলিপির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে নকল পাণ্ডুলিপি, যাতে গোটা পাণ্ডুলিপি সম্পর্কে ধারণা করতে না পারেন কোনো অভিনেতা-অভিনেত্রী।
বলিউড লাইফ ডটকমের খবরে প্রকাশ, ছবিটির পাণ্ডুলিপি লিখেছেন দুই ভাই অ্যান্থনি রুশো ও জন রুশো। ছবিটির পরিচালনার দায়িত্বও রয়েছে তাঁদের কাঁধেই। একমাত্র তাঁরা ছাড়া আর কেউই জানেন না, কী ঘটতে যাচ্ছে ‘অ্যাভেঞ্জারস ইন ফিনিটি ওয়ার’-এ। এমনকি জানেন না মারভেল ইউনিভার্সের শুরুর দিককার চলচ্চিত্র থেকে অভিনয় করে আসা তারকা-রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস ইভান্স, স্কারলেট জোহানসন, ক্রিস হেমসওর্থ ও চ্যাডউইক বোসম্যান।
তাঁরা শুধু নিজের চরিত্র সম্পর্কেই জানেন। তাও সেই পাণ্ডুলিপির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল নকল পাণ্ডুলিপি। ছবিতে ভিশন চরিত্রে অভিনয় করা পল বেটানি বলেন, ‘আমরা পাণ্ডুলিপি পড়তাম এবং সেখানে নকল পাণ্ডুলিপিও থাকত, নকল চমকসমৃদ্ধ দৃশ্য থাকত, যেটার শুটিং কখনই হতো না। আপনি যদি পরিচালককে সেই অংশের ব্যাপারে জিজ্ঞেস করতেন তারা বলত, যা কিছু শেষে আছে তা ঘটছে না।’
ছবিটির পরিচালক রুশো ভ্রাতৃদ্বয় বলেন, ‘আমরা এ মুহূর্তে কোনো কিছুই ফাঁস হতে দিতে চাই না। আমরা এই প্রজেক্টে অনেক কষ্ট করেছি। এই ছবিটির মাধ্যমে আমাদের ১০ বছর ধরে বলা গল্পের অবসান হতে যাচ্ছে। আমরা জানি, অনেকেনই মারভেল সিনেমাটিক ইউনিভার্সের প্রতি আবেগ কাজ করছে। তাই তাঁদের আবেগের প্রতি সম্মান রেখেই আমরা চেষ্টা করেছি তাঁরা যেন ছবিটি দেখে সেরা অভিজ্ঞতার মুখোমুখি হন।’
চলতি বছরের ২৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘অ্যাভেঞ্জারস ইনফিনিটি ওয়ার’-এর।