Beta

আজ ঢাকার মঞ্চে জাবি’র ‘দ্য অ্যালকেমিস্ট’

০২ মে ২০১৮, ০৯:২২

অনলাইন ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ মঞ্চে নিয়ে এসেছে নতুন নাটক ‘দ্য অ্যালকেমিস্ট’। 

আজ বুধবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় নাটকটির দ্বিতীয় প্রদর্শনীর মঞ্চায়ন হবে।

পাওলো কোয়েলহো এর উপন্যাস অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিচ্ছেন বিভাগের শিক্ষক রেজা আরিফ। 

নাটকটিতে অভিনয় করবেন, মুজিব, শতাব্দী, নোমান, তাথৈ, রাকিব, আবির, দোলা, উচ্ছাস, সেতু, সাথী, রাসেল, মিরাজ, নিশাত, নিক্সন, নিশু, ইশিকাসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা।

ঢাকার মঞ্চে ‘দ্য অ্যালকেমিস্ট’ নাটকটিকে স্বাগত জানিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়েছেন নাট্যজন আক্তারুজ্জামান, আহাম্মেদ গিয়াস, নাট্যকার সাধনা আহমেদ, অভিনেত্রী বন্যা মির্জাসহ অনেকে।

শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিশ্রমের ফসল ‘দ্য অ্যালকেমিস্ট’ দেখতে দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষকসহ সংশ্লিষ্টরা।

Advertisement