পার্থর সঙ্গে অভিনয় করলেন কলকাতার পার্নো
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ বড়ুয়ার সঙ্গে অভিনয় করেছেন টলিউড ছবির নায়িকা পার্নো মিত্র। আসন্ন ঈদে এনটিভির পর্দায় তাঁদের দেখা যাবে একটি টেলিফিল্মে। নাম ‘মায়া’। টেলিফিল্মটি পরিচালনা করেছেন পারভেজ আমিন। ঈদের সপ্তম দিন দুপুর ২টা ২০ মিনিটে এনটিভিতে টেলিফিল্মটি প্রচারিত হবে।
সম্প্রতি ভারতের দার্জিলিংয়ের বিভিন্ন লোকেশনে টেলিফিল্মের শুটিং শেষ করেছেন নির্মাতা পারভেজ আমিন। গল্পের প্রয়োজনে দার্জিলিংয়ে শুটিং করেছেন বলে জানিয়েছেন তিনি।
এর আগেও পার্থ বড়ুয়াকে নিয়ে টেলিফিল্ম নির্মাণ করেছিলেন পারভেজ আমিন। বরাবরের মতো এবারও কাজের অভিজ্ঞতা ভালো ছিল বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন পার্থ বড়ুয়া।
পার্থ বড়ুয়া বলেন, ‘অনেক কাজ করলেও এই টেলিফিল্মের শুটিংয়ের অভিজ্ঞতা নতুন। পার্নো মিত্রর সঙ্গে প্রথম অভিনয় করলাম। পার্নো অনেক প্রফেশনাল। খুব ভালো অভিনয় করে সে।’
টেলিফিল্মের গল্পে একজন চলচ্চিত্র নির্মাতার ভূমিকায় দেখা যাবে পার্থ বড়ুয়াকে। তার নতুন ছবির জন্য মনের মতো নায়িকা খুঁজে পান না তিনি। একসময় হতাশ হয়ে বেড়াতে যান পাহাড়ে। সেখানে দেখা হয় তার পার্নো মিত্রর সঙ্গে।এরপর কী হয়, এটা জানতে অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত।
পার্থ বড়ুয়া ও পারভেজ আমিন এখন কলকাতায় আছেন। তাঁদের দেশে ফেরার কথা রয়েছে ৭ জুন।