অপুর পর বুবলীকে নিয়ে কাজ করছেন শাহিন সুমন

বাংলাদেশের অসংখ্য হিট ছবির পরিচালক শাহিন সুমন। এরই মধ্যে তিনি শাকিব খানকে নিয়ে ২০টি ছবি নির্মাণ করেছেন। ঈদের পর শাকিবকে নিয়ে শুরু করছেন একুশ নম্বর ছবি। আগামী ১৪ তারিখ ছবিটির মহরত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শাহিন সুমন জানান ২০ নম্বর ছবিতে শাকিব খানের বিপরীতে ছিলেন অপু বিশ্বাস, ২১ নম্বর ছবিতে তিনি নায়িকা হিসেবে নিচ্ছে শবনম বুবলীকে।
শাহিন সুমন বলেন, ‘আমি এরই মধ্যে ৫০টিরও বেশি ছবি নির্মাণ করেছি। শুধু শাকিব খানকে নিয়ে আমি বানিয়েছি ২০টি ছবি। সম্প্রতি আবারও নতুন ছবি নিয়ে তাঁর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। ‘কমান্ডার’ শিরোনামে এই ছবিটি আমরা ঈদের পর শুটিং শুরু করব। ২০ নম্বর ছবি ‘লাভ ম্যারেজে’ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস, এবার একুশ নম্বর ছবিতে আমরা শবনম বুবলীকে চুক্তিবদ্ধ করেছি।’
নায়িকা নিয়ে পরিচালক আরো বলেন, ‘আমি কিন্তু এমন নয় যে ২০টি ছবিতেই অপু বিশ্বাসকে নিয়ে কাজ করেছি। আমার ২০টি ছবিতে অপুসহ চার থেকে পাঁচজন নায়িকা কাজ করেছেন। এঁদের মধ্যে অপু আছেন, সাহারা আছেন, আরো অনেক নায়িকাই কাজ করেছেন।’
নতুন ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আমি সবসময় সময় উপযোগী চলচ্চিত্র নির্মাণ করেছি। এই ছবিতে দর্শক গল্পের পাশাপাশি আধুনিক নির্মাণ পাবে। এরই মধ্যে আমরা গল্পের কাজ প্রায় শেষ করেছি। ছবির গল্প আমরা পুরোটাই বাংলাদেশে চিত্রায়ণ করব। আর গানের শুটিং দেশের বাইরে করার ইচ্ছে রয়েছে।’
ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানের কর্ণধার সেলিম খান বলেন, ‘আমরা একের পর এক ছবি প্রযোজনা করে যাচ্ছি। যদি দর্শক আমাদের ছবি হলে গিয়ে দেখে আমাদের উৎসাহ দেন, তা হলে আমরা আরো ভালো ভালো ছবি নিয়ে সবার সামনে হাজির হবো। ‘কমান্ডার’ ছবিটি আমরা ঈদের পর পরই শুরু করব। আর ঈদের আগে করব মহরত। সবাই দোয়া করবেন আমাদের চলচ্চিত্রের জন্য।’
ছবিতে শাকিব ও বুবলী ছাড়াও অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী ও অমিত হাসান।