ঈদের দ্বিতীয় দিনে এনটিভির বিশেষ আয়োজন
ঈদুল ফিতর উপলক্ষে এনটিভিতে থাকছে টানা সাতদিনের আয়োজন।আজ রোববার ঈদের দ্বিতীয় দিন এনটিভিতে বিশেষ নাটক ও টেলিফিল্ম ছাড়াও প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ।চলুন দেখে নিই, ঈদের দ্বিতীয় দিনে আরো কী থাকছে এনটিভির আয়োজনে।
বিশেষ টেলিফিল্ম : শেষ পর্যন্ত
দুপুর ২টা২০ মিনিটে প্রচারিত হবে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘শেষ পর্যন্ত’। শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় টেলিফিল্মটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, জাকিয়া বারী মম, মাজনুন মিজান, সুষমা সরকার, তামিমা তিথী, সাবিহা জামান, কাজী খালেকুজ্জামান প্রমুখ।
টেলিফিল্মের গল্পে দেখা যাবে,ভার্সিটিতে খুব বিখ্যাত ছিল আবির ও মিলির প্রেম। সবসময় ওদের একসাথে দেখা যেত। মিলির চাইতে তিন ইয়ার সিনিয়র আবির।তাই মিলির আগে পাশ করে বেরিয়ে আসে সে। আবিরের ক্যাম্পাস ছাড়ার দিনেও হয় এক দৃশ্য। আবিররা পাঁচ ভাই বোন। দুই ভাই তিন বোন। বোনদের সবার বিয়ে হয়ে গেছে, বাকি শুধু আবিরের বড় ভাই সাবির। আট বাবা মারা যাবার পর থেকে সাবির পরিবারের সব দ্বায়িত্ব পালন করেছে। তাই নিজের বিয়েটাও আর করা হয়নি। আবির এবার ভাইয়ের বিয়ের ব্যাপারে সিরিয়াস। পাশের জেলার এক মেয়ের সাথে দেখা করাতে নিয়ে যায় সাবিরকে। মেয়েকে ভালো লেগে গেলে সেই দিনই তারা রওনা দেয় মেয়ের বাড়ীর উদ্দেশ্যে। মেয়ের বাড়ীতে পৌছায় আবিররা। সেখানে মিলিকে দেখে চমকে ওঠে আবির। মিলির বড় বোনই হচ্ছে জলি।
বিশেষ সঙ্গীতানুষ্ঠান : নস্টালজিয়া
ঈদের দ্বিতীয়দিন বিকেল ৫টা২০ মিনিটে প্রচারিত হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘নস্টালজিয়া’। দেবলীনা সুরের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মৃণাল দত্ত। পুরনো দিনের জনপ্রিয় গান দিয়ে সাজানো হয়ে এই অনুষ্ঠান। স্বর্ণালী দিনের সেই গান গেয়েছেন মুহিন, লিজা, অপু ও হৈমন্তি রক্ষিত।
৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক: ব্রেইনওয়াশ
সন্ধ্যা ৬টা১০ মিনিটে প্রচারিত হবে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘ব্রেইনওয়াশ’র দ্বিতীয় পর্ব।আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, আ খ ম হাসান, ফজলুর রহমান বাবু, সুমাইয়া শিমু, জেনী, মনিরা মিঠু, জুঁই করিম, জামিল হোসেন, নূরে আলম নয়ন, আহসানুল হক মিনু প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, ‘এই পৃথিবীর সবাই কমবেশি ব্রেইনওয়াশ হয়।কেউ কম বোঝে, কেউ বেশি বোঝে।যারা বেশি বোঝে, তারা কম বোঝা মানুষটির ব্রেইনওয়াশ করতে ব্যস্ত থাকে।আবুলও তেমনি একজন মানুষ যে প্রতিনিয়ত ব্রেইনওয়াশ হয়। আবুলের মা বাবা প্রেমিকা বিউটি, বন্ধু-বান্ধবসহ গ্রামের সবাই এটা জানে।এমনকি আবুল নিজেও জানে।তবুও সে প্রতিনিয়ত বিভিন্ন চরিত্রের মাধ্যমে ব্রেইনওয়াশ হতেই থাকে।আর এ নিয়ে গ্রামে প্রায়ই ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা।যথারীতি বিচার-সালিশ বসে গ্রামের মহিলা চেয়ারম্যানের বাড়িতে।একদিন গ্রামে আসেন একজন সুন্দরী শিক্ষিকা।আবুলের সাথে ঘটনাক্রমে তার পরিচয়ও হয়। শুরু হয় নতুন গল্প।’
বিশেষ একক নাটক: অনুভবে
রাত ৮টা৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ একক নাটক ‘অনুভবে’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, শবনম ফারিয়া, মোনালিসা, আফরিন শিখা রাইসা প্রমুখ।
নাটকটির গল্পে দেখা যাবে,আফরান বিবিএ পরীক্ষা দিয়ে রেজাল্টের অপেক্ষায় আছে। পাশাপাশি একটা টিউশনি করায় এদিকে শবনম শিক্ষিত ও ভদ্র পরিবারের মেয়ে। আফরান ও শবনম দু’জন দু’জনকে ভালোবাসে। আফরানের রেজাল্ট বের হলে তারা বিয়ে করার পরিকল্পনা করছে। আফরান শিখাকে প্রতিদিন পড়াতে যায় ওদের বাসায়। শিখার ফুপি মুনা যার হাসি দেখলে যে কোন পুরুষ প্রেমে পড়তে বাধ্য। আফরান তার প্রেমিকা শবনমকেও এ কথা জানায়। মুনার প্রেমে পরেছে কিনা জানতে চাইলে আফরান শবনমকে জানায় সে কারো প্রেমে পড়ে না বরং প্রেমে ফেলে। এ নিয়ে শবনম আর আফরানের মধ্যে বাজি হয়। তারপর?
বিশেষ নৃত্যানুষ্ঠান: হৃদয় আমার নাচেরে
ঈদের দ্বিতীয়দিন রাত ৯টা৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘হৃদয় আমার নাচেরে’। কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠানে জনপ্রিয় সব গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন হিমি, সিনথিয়া, আহিয়া তাজিন, মনিরা হ্যাপি ও অনন্যা বণিক।
৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক: দুলু বাবুর্চি
রাত ৯টা৫০ মিনিটে প্রচারিত হবে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘দুলু বাবুর্চি’র দ্বিতীয় পর্ব। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান।নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, আশনা হাবিব ভাবনা, শানারেই দেবী শানু, ফজলুর রহমান বাবু, আ খ ম হাসান, শাহানাজ খুশি, আরফান আহমেদ প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, ‘আব্দুল করিম ওরফে দুলু দেশ ছাড়ার আগে থেকেই গ্রামের বিয়েও জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানে স্বউদ্যোগে রান্নার কাজটি করত।কেউ কেউ তখন থেকেই তাকে দুলু বাবুর্চি নামেও সম্বোধন করতো।এবার মধ্যপ্রাচ্য থেকে ফিরে এসে সে তার পুরনো শখের কাজটিকেই পেশা হিসেবে গ্রহন করেছে।তবে গতানুগতিক বাবুর্চির বাইরে গিয়ে চাহিদা অনুযায়ী প্যাকেজ সেবা প্রদান করে থাকে সে।এজন্য দুলু নারী পুরুষ সমন্বয়ে একটি টিম গঠন করেছে।কেউ রান্নার কাজে সহযোগিতা করে, কেউ গীত গায়, কেউ বা সঙ সেজে অভিনয় করে। তবে নামের শেষে বাবুর্চি শব্দটি নিয়ে বেশ আপত্তি রয়েছে দুলুর।তার যুক্তি সে একজন শেফ মানে পাচক।এ নিয়ে মাঝে মধ্যে কারো কারো সাথে অপ্রীতিকর পরিস্থিতিরও সৃষ্টি হয়।’
বিশেষ একক নাটক : মনোয়ারের ভ্রমণ বিড়ম্বনা
রাত ১১টা ১০ মিনিটে প্রচারিত হবে বিশেষ একক নাটক ‘মনোয়ারের ভ্রমণ বিড়ম্বনা’। ইউসুফ আলী খোকন রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাখাওয়াৎ মানিক। নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, অপর্না ঘোষ, এফ এস নাঈম, মিথিলা প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, এক অদ্ভুত লুঙ্গী প্রেম মনোয়ারের। লুঙ্গী ছাড়া এক মুহূর্ত কাটানো যেন অসম্ভব মনে হয়। মনোয়ারের স্ত্রী লুবনার সাথে কক্সবাজারে ঘুরতে এসে পড়ে যায় লুঙ্গী সংক্রান্ত জটিলতায়। কারণ স্ত্রী লুবনা লুঙ্গী একদমই পছন্দ করে না। রাতের খাবার খেতে গিয়ে মনোয়ার পরে আরেক বিপদে। টেবিলে যে সব খাবার তাতে বাংলা খাবারের কোনো চিহ্ন নেই। লুবনাকে ফাঁকি দিয়ে মনোয়ার হোটেলের কিচেনে গিয়ে আরাম করে ভাত খায়। পরের দিন সকালে শরীর ভালো নেই বলে লুবনাকে একা বাইরে পাঠায় ঘুরতে।একা ঘুরতে গিয়ে লুবনার পরিচয় হয় এক ফটোগ্রাফারের। শুরু হয় নতুন গল্প।