প্রকাশিত হলো অক্ষয়ের গোল্ড ছবির ট্রেইলার

‘চাক দে ইন্ডিয়া’ ছবিতে কোচ হয়ে ভারতের নারী হকি দলকে স্বর্ণপদক পাইয়ে দিয়েছিলেন শাহরুখ খান। রুপালি পর্দায় পুরুষ হকি দলের পদকটা বাকি রয়ে গিয়েছিল। আর এবার সে আক্ষেপটা পূরণ করতে যাচ্ছেন অক্ষয় কুমার। অক্ষয়ের আসন্ন ছবি ‘গোল্ড’ নির্মিত হয়েছে অলিম্পিকে হকির খেলায় ভারতের স্বর্ণপদক জয়কে কেন্দ্র করেই। ডেকান ক্রনিকেলসের খবরে প্রকাশ, গতকাল সোমবার মুক্তি পেয়েছে ছবিটির ট্রেইলার। যেখানে একজন বাঙালি হকি কোচের ভূমিকায় অভিনয় করছেন অক্ষয়।
১৯৩২ ও ১৯৩৬ সালে দুবার অলিম্পিকে হকিতে স্বর্ণপদক জেতে ভারত। কিন্তু তখন ব্রিটিশ শাসনের অধীনে থাকায় দুবারই স্বর্ণপদক দেওয়া হয় ব্রিটিশ ইন্ডিয়ার নামে। পতাকাও উত্তোলন করা হয় ব্রিটিশ ইন্ডিয়ার। কিন্তু এরপরই দৃশ্যপটে আসে পরিবর্তন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১২ বছর বন্ধ থাকে অলিম্পিক। এই ফাঁকে ভারতও অর্জন করে তাঁদের স্বাধীনতা। ১২ বছর কোনো খেলা না থাকায় বিচ্ছিন্ন হয়ে যায় ভারতের হকি দল। বিভিন্ন পেশায় যোগ দেয় তারা। ট্রেইলারে অক্ষয়কে দেখা যায় বিভিন্ন জায়গায় গিয়ে খেলোয়াড়দের ১৯৪৮-এর অলিম্পিকের জন্য একত্র করতে। এ ছাড়া ১৯৩২ ও ১৯৩৬ অলিম্পিকের টুকরো কিছু অংশও দেখানো হয় ট্রেইলারে।
ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন মৌনী রায়। ‘গোল্ড’ ছবির মাধ্যমেই বলিউড অভিষেক হতে যাচ্ছে তাঁর। এ ছাড়া হকি খেলোয়াড়দের ভূমিকায় অভিনয় করছেন কুনাল কাপুর, অমিত শোধ, ভিনেত কুমার সিং ও সানি কুশাল। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন রিমা কাগতি। প্রযোজনা করছেন ফারহান আক্তার এবং রিতেশ সিধওয়ানির এক্সেল এন্টারটেইনমেন্ট। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।