আসছে ডক্টর স্ট্রেঞ্জের দ্বিতীয় পর্ব
‘অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার’-এ বেশিরভাগ সুপারহিরোদের মতো ছাই হয়ে মিলিয়ে গিয়েছিলেন ডক্টর স্ট্রেঞ্জ। তাঁর দখলে থাকা টাইম স্টোনটিও চলে যায় থানুসের দখলে। তবে কি আর ফিরবেন না স্ট্রেঞ্জ? ভক্তদের এই দুশ্চিন্তা উড়িয়ে দিয়ে স্ট্রেঞ্জ ভক্তদের উদ্দেশে মারভেল স্টুডিও প্রেসিডেন্ট কেভিন ফেইগ জানিয়েছেন শিগগিরই ফিরছেন স্ট্রেঞ্জ।
ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, ২০১৬ সালে মুক্তি পাওয়া ডক্টর স্ট্রেঞ্জের ধারাবাহিকতা বজায় থাকবে এর পরবর্তী পর্বগুলোতেও। কেভিন বলেন, ‘মাঝমধ্যে মনে হয় কোথা থেকে চরিত্রগুলো এলো। আপনারা জানেন যখনই আমরা স্ট্রেঞ্জের আরেকটি পর্ব করব, যেটাই করব, সেটা হবে প্রথম ডক্টর স্ট্রেঞ্জের ধারাবাহিকতা অবলম্বন করে এবং এখনো সে ইনফিনিটি ওয়ারের বড় একটি অংশ।’
কেভিন আরো বলেন, ‘এটা একটি ভালো সমস্যা যখন আপনার অনেকগুলো প্রিয় চরিত্র থাকে, যেগুলোকে আপনি পর্দায় বারবার দেখতে চান, তবে এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা বিভিন্ন ধরনের যে কাজ করছি তাঁদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রাখা উচিত।’
‘থর : রাগনারক’-এর উদাহারণ টেনে ফেইগ বলেন, ‘একক ছবি নিয়ে আসা একটি সুদীর্ঘ প্রক্রিয়া। তবে তাঁরা মারভেলের অন্য ছবিগুলোতে নিয়মিত উপস্থিত থাকবে।’