রবীন্দ্র প্রয়াণ দিবসে এনটিভির বিশেষ আয়োজন
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস ২২ শ্রাবণ। এ উপলক্ষে আগামী ৬ আগস্ট ২২ শ্রাবণে এনটিভিতে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচারিত হবে। চলুন জেনে নিই, সেদিন এনটিভির আয়োজনে কী কী অনুষ্ঠান থাকছে।
বিশেষ নৃত্যানুষ্ঠান ‘জয় জয়ন্তী’
ভোর ৬টা১৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘জয় জয়ন্তী’।ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় এ অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গানে নৃত্য পরিবেশন করবেন নিশা, তাজিয়া, চাঁদনী, সোহেল, তিথি ও জয়ন্তী।
বিশেষ নাটক ‘চারু এবং অন্যান্য’
দুপুর ১টা৫ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্প অবলম্বনে বিশেষ নাটক ‘চারু এবং অন্যান্য’। তুহিন অবন্ত’র চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, বিদ্যা সিনহা সাহা মিম, মাজনুন মিজান, আজিজুল হাকিম, মৌ প্রমুখ।
নাটকটির গল্পে দেখা যাবে, আইনবিদ ভূপতি সারাক্ষণ ব্যস্ত থাকেন ইংরেজি চর্চা আর তার প্রেস ব্যবসা নিয়ে। স্ত্রী চারুকে একেবারেই সময় দিতে পারে না। নিসঙ্গতায় ভোগে চারু, তার সময় কাটে অলসভাবে বই পড়ে।এই সংসারে থাকে ভূপতির মাসতুতোভাই অমল। অমল সবেমাত্র বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার পাঠ শেষ করেছে, এখনো বেকার। স্বাভাবিক ভাবেই একে অপরকে বন্ধু করে নেয়। অমল আর চারু আড্ডার ফাঁকে ফাঁকে নানারকম সাহিত্যচর্চায় মেতে ওঠে, বাড়ি সাজানোর নানারকম পরিকল্পনা করতে থাকে।ধীরে ধীরে অমলের প্রতি চারুর জন্ম নেয় গভীর প্রেম, অমলের মধ্যেও প্রেম জাগে চারুর প্রতি। আর তখনই ভূপতির প্রেস ব্যবসা পড়ে হুমকির মুখে।ধার দেনায় চিন্তিত হয়ে পড়ে ভূপতি।অবস্থা পর্যবেক্ষণ করে অমল এক রাতে বাড়ি ছেড়ে চলে যায় চাকরীর সন্ধানে। আবার নিঃসঙ্গ হয় চারু।
বিশেষ নাটক ‘ল্যাবরেটরি’
রাত ৯টা৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘ল্যাবরেটরি’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। হাসান রেজাউলের পরিচালনায় এখানে অভিনয় করেছেন তারিন, আজাদ আবুল কালাম, ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, মানস বন্দ্যোপাধ্যায়।
নাটকটির গল্পে দেখা যাবে, নন্দকিশোর বাবু ব্যবসায়ী মানুষ হলেও নিজ আগ্রহে গড়ে তোলেন একটি ল্যাবরেটরি।পাঞ্জাবে ব্যবসায়িক কাজে গিয়ে পরিচয় হয় সোহিনী নামে এক তরুণীর সঙ্গে।পরিচয় থেকে ভালো লাগা এবং বিয়ে। তাদের একটি মেয়ের জন্ম হয়, নাম নীলা। কিছুদিন পর নন্দবাবু মারা গেলে ল্যাবরেটরির সব দায়িত্ব এসে পরে সোহিনীর কাঁধে। তার ইচ্ছে এখানে কাজ করে ছেলে-মেয়ে দেশ-বিদেশে নাম করুক।এ নিয়ে মা মেয়ের মধ্যে মানসিক দ্বন্দ্ব শুরু হয়। ল্যাবরেটরির জন্য একজন ভালো ছেলে খোঁজে। বিজ্ঞানের অধ্যাপক মন্মথ চৌধুরী সোহিনীর খুব ভালো বন্ধুসম। তিনি রেবতী ভট্টাচার্য নামে তাঁর প্রিয় ছাত্রের খোঁজ দেয়। সাক্ষাতের পর সোহিনী ঐ ছেলেকেই ল্যাবরেটরির দায়িত্ব অর্পণ করে। এদিকে নীলা তার বন্ধুসম বঙ্কু বাবুকে নিয়ে ফন্দি আটে কীভাবে ল্যাবরেটরির ফান্ড নিজের করে নেওয়া যায়। প্রথমেই রেবতীকে ভালোবাসার জালে আবদ্ধ করে। একদিন সোহানী আম্বালা বেড়াতে গেলে নীলা রেবতীকে তাদের সংগঠন জাগানী ক্লাবের প্রেসিডেন্ট করে। এ উপলক্ষে রেবতী একটি ভোজ সভার আয়োজন করে। সেখানে এসে হঠাৎ উপস্থিত হয় সোহিনী।
বিশেষ অনুষ্ঠান ‘চলচ্চিত্রে রবীন্দ্রনাথ’
রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘চলচ্চিত্রে রবীন্দ্রনাথ’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জাহাঙ্গীর চৌধুরী।অনুষ্ঠানে রবীন্দ্রনাথের সৃষ্টি নিয়ে নির্মিত চলচ্চিত্র নির্মাণ বিষয়ে বিভিন্ন তথ্য ও বিশিষ্ট জনের অভিমত তুলে ধরা হয়েছে। মূলতঃ এটি একটি প্রমাণ্য প্রতিবেদনমূলক অনুষ্ঠান।
উল্লিখিত অনুষ্ঠানসূচি ছাড়াও এনটিভির নিয়মিত অনুষ্ঠানমালা ‘আজ সকালের গানে’, ‘জানার আছে বলার আছে’ ও ‘শুভসন্ধ্যা’র বিশেষ পর্ব প্রচারিত হবে।