আসছে তামিল তারকা ধানুশের নতুন ছবি

আদুকালাম ছবির বাণিজ্যিক সাফল্যের পর এবার আসছে ভারতের তামিল সুপারস্টার ধানুশের নতুন ছবি ‘বাদা চেন্নাই’। আগামী সেপ্টেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা। এ নিয়ে পরিচালক বেতরিমারনের সঙ্গে তৃতীয়বারের মতো কাজ করলেন ধানুশ।
ছবির নির্মাতা আজ সোমবার নতুন ছবির পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন। ছবির চিত্রনাট্যও বেতরিমারনের। উত্তর চেন্নাইয়ের ৩৫ বছর বয়সী মানুষের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ছবিতে ধানুশ জাতীয় পর্যায়ের ক্যারম খেলোয়াড়ের ভূমিকায় অভিনয় করেছেন। যেহেতু বিভিন্ন দশকের দৃশ্য রয়েছে, তাই ছবিতে ধানুশকে বিভিন্ন চেহারায় দেখা যাবে। ধানুশের বিপরীতে অভিনয় করছেন নায়িকা ঐশ্বরিয়া রাজেশ। সম্প্রতি ইউটিউবে ‘বাদা চেন্নাই’ মুভির টিজারও বের হয়। এ পর্যন্ত ছয় মিলিয়নের বেশি দর্শক টিজারটি দেখেছে।
জানা যায়, ‘বাদা চেন্নাই’ মুভিটি ট্রিলোজি। সেপ্টেম্বরে এর প্রথম অংশ মুক্তি পাবে। উনদারবার ফিল্মসের ব্যানারে বিগ বাজেটের এ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন আন্দ্রে জেরেমি, কিশোর, আমির, সামুথিরাকানি ও ড্যানিয়েল বালাজি। সংগীতে রয়েছেন সন্তোষ নারায়ণ।
‘বাদা চেন্নাই’ ছাড়াও এ বছর তামিল তারকা ধানুশের ‘মারি-২’ ও ‘ইনাই নোকি পেয়াম থোটা’ ছবি মুক্তি পাবে।