ছুটি কাটাতে ফ্রান্সে লিসা হেইডেন

ভারতের জনপ্রিয় মডেল, ফ্যাশন ডিজাইনার ও অভিনেত্রী লিসা হেইডেন এখন পরিবার নিয়ে ছুটি কাটাচ্ছেন ফ্রান্সের সেইন্ট-ট্রোপেজে। পরিবারের সদস্যদের মধ্যে তাঁর ১৪ মাস বয়সী সন্তান জ্যাক লালভানিও আছে।
সম্প্রতি লিসা ইনস্টাগ্রামে বেশকিছু ছবি শেয়ার করেছেন। আয়শা, রাসকেল, কুইন, দ্য শৌকিন্স, হাউজফুল ৩ ও এ দিল হ্যায় মুশকিল’ ছবির জন্য লিসা হেইডেন এখন বেশ জনপ্রিয়। ৩২ বছর বয়সী এ অভিনেত্রীকে বিভিন্ন দেশে ভ্রমণে দেখা যায়।
লিসা এখন পরিবার ও বন্ধুদের নিয়ে ফ্রান্সের সৈকতে মজার সময় কাটাচ্ছেন। সঙ্গে রয়েছে ১৪ মাস বয়সী সন্তান জ্যাক লালভানিও। লিসা বেশ কিছু ছবি শেয়ার করেছেন, যেগুলোতে রয়েছে পরিবারের সাথে ছুটি কাটানোর দৃশ্য। ছবিতে তাঁকে বিকিনি পরা দেখা যায়। কখনো সুইমস্যুট পরেও ছবি তুলছেন আর দাপিয়ে বেড়াচ্ছেন সমুদ্র।
সন্তান কোলে মডেল লিসা হেইডেন। ছবি : ইনস্টাগ্রাম
সূর্যোদয় দেখছেন লিসা, দেখছেন সূর্যাস্তও। সমুদ্রে সাঁতার কাটছেন, ঢেউয়ের ওপর আছড়ে পড়ছেন। ইনস্টাগ্রামে লিসা তাঁর অসাধারণ মুহূর্তের গল্প শেয়ার করছেন। তিনি তাঁর ছেলের একটি ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন : ‘তুমি কোনো অভিযোগ করতে পারো? সে অনেক আদুরে।’
লিসা হেইডেন টেলিভিশন শো টপ মডেল ইন্ডিয়া-২০১৮-এর বিচারক ছিলেন।