ইয়ামির নতুন জীবনের মন্ত্রদাতা কে?

অভিনেতা হতে হলে কীভাবে স্বার্থহীন কাজ করে যেতে হয়, নায়িকা ইয়ামি গৌতমকে সেই মন্ত্র দিয়েছিলেন বলিউড তারকা হৃতিক রোশন। কাবিল ছবিতে হৃতিকের সঙ্গে জুটি বাঁধেন ইয়ামি। তখন তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছেন ইয়ামি। বলেছেন, হৃতিকের সেই মন্ত্র তাঁর জীবন বদলে দিয়েছে।
ইয়ামি গৌতম বলেছেন, কাবিল ছবিতে কাজ করার সময় স্বার্থহীন অভিনেতা হওয়ার শিক্ষা দিয়েছিলেন হৃতিক রোশন। ছয় বছর ধরে বলিউডে কাজ করছেন এ তারকা অভিনেত্রী। ভিকি ডোনার, বদলাপুর ও কাবিল ছবিতে অভিনয় করেছেন। তবে অভিনয়জীবনে সবচেয়ে বেশি শিখেছেন কাবিল ছবি করার সময়।
কাবিল ছবি করার সময় আমি সিনেমা সম্পর্কে অনেক কিছু শিখি। স্বার্থহীন হওয়ার মূল্য সম্পর্কে তখন জেনেছিলাম। স্বার্থহীনভাবে কাজ করে যাওয়া ও সবকিছু গ্রহণ করতে শেখা। অনেক সময় স্বাভাবিকভাবেই আমাদের মনে আসে, কেমন দেখতে আমি? কেমন পারফর্ম করতে পারি? সবকিছুই নিজেকে নিয়ে। কিন্তু হৃতিকের সঙ্গে কাজ করার সময় বুঝেছি আমিত্বহীন কাজ করার মূল্য সম্পর্কে। এটা সহজ নয়, কিন্তু সরল। সে কারণে হৃতিক আজ এখানে। এটা ছিল আমার জীবন বদলের মন্ত্র। বলেন ইয়ামি।
চলতি বছর ইয়ামি গৌতমকে ‘বাট্টি গুল মিটার চালু’ সিনেমায় আইনজীবীর ভূমিকায় দেখা যাবে। এরপর ‘উরি’ সিনেমায় গোয়েন্দা কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে তাঁকে।
‘এ ধরনের কাজগুলো করে আমি নিজেকে অনুভব করতে পারি। আমি বাধাহীন এবং যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমি বেশ ভালো আছি’, বলেন ইয়ামি।
‘উরি’ সিনেমায় অভিনয়ের জন্য আমাকে চুল কেটে ফেলতে হয়েছিল। একজন অভিনেত্রী হিসেবে এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। কিন্তু আমি নিজেকে বলেছিলাম, যাক গে, এটাই একদিন সম্পদ হবে’— যোগ করেন এ তারকা। ২৯ বছর বয়সী এ অভিনেত্রী জানান, একজন ব্যক্তি হিসেবে ও অভিনেত্রী হিসেবে, তিনি এখন সবচেয়ে ভালো পর্যায়ে আছেন।
‘আমি খুবই গম্ভীর ছিলাম। এই নতুন নিরলস মানুষ হুট করেই হয়নি। মাঝে মাঝে নিজের ভেতরেই রেখাপাত হয়। এখন আমার ভেতরের ব্যক্তিত্বে প্রতিফলিত হচ্ছে, আমার কাজ ও জীবন উভয়ক্ষেত্রেই।’
ইয়ামি হংকং ট্যুরিজমের দূত হয়েছেন। সম্প্রতি তিনি হংকং ঘুরে এসেছেন। ফিল্ম ও ব্র্যান্ড— চারপাশ থেকেই তাঁর সুযোগ আসছে। এসব তাঁকে দায়িত্ববান করে তুলেছে। ‘আপনি তখনই নিজেকে গুরুত্বপূর্ণ মনে করবেন, যখন কিছু উপস্থাপন করতে পারবেন। আমি এর জন্য দায় অনুভব করি। কিন্তু আমি মজাও করি, যা আসে তা-ই করি’, বলেন এ অভিনেত্রী।