প্রেম আমার ২
বৈধ কাগজ না থাকায় শুটিং বন্ধ
বৈধ কাগজ না থাকায় শুটিং বন্ধ করে সিলেট থেকে ঢাকায় ফিরতে হয়েছে ‘প্রেম আমার-২’ ছবির ইউনিটকে। কলকাতার প্রযোজক, পরিচালক ও অভিনয়শিল্পী এই ছবিতে কাজ করলেও বিদেশি শিল্পীদের কাজের অনুমতিপত্র দেখাতে না পারায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) গত শুক্রবার ছবির শুটিং বন্ধ করে দেয়। তাই গতকাল শনিবার রাতে ঢাকায় ফিরেছে ছবির ইউনিট।
‘প্রেম আমার-২’ ছবিতে অভিনয় করছেন বাংলাদেশের পূজা চেরি ও কলকাতার অভিনেতা অদ্রিত। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে রাজ চক্রবর্তী প্রডাকশনস ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। ছবিটি পরিচালনা করছেন কলকাতার বিদুলা ভট্টাচার্য।
গত শুক্রবার সকাল ৮টা থেকে এমসি কলেজ ক্যাম্পাসে শুরু হয় ছবির শুটিং। সেখানে গিয়ে এসএমপির একটি ইউনিট শুটিংয়ের জন্য পুলিশের বিশেষ শাখা (এসবি) ও এসএমপির অনুমতিপত্র দেখতে চায়। কোনো কাগজ দেখাতে না পারায় শুটিং তখনই বন্ধ করে দেওয়া হয়।
এ বিষয়ে সিলেট মহানগরীর শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন বলেন, “গত শুক্রবার সকালে সিলেটের এমসি কলেজে ‘প্রেম আমার-২’ ছবির শুটিং শুরু করে। সেখানে আমরা গিয়েছিলাম সিলেট পুলিশের অনুমতিপত্র দেখতে চাই, বাংলাদেশে শুটিং করার জন্য ওয়ার্ক পারমিট, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র দেখতে চাই। কিন্তু তথ্য মন্ত্রণালয়ের একটি কাগজ ছাড়া উনারা কিছুই দেখাতে পারেননি। যে কারণে শুটিং না করার জন্য আমরা অনুরোধ করি।”
আখতার হোসেন আরো বলেন, ‘দেশের বাইরে থেকে কেউ যদি বাংলাদেশে এসে কাজ করেন, তবে তাঁর নিরাপত্তার জন্য আমাদের সেখানে যেতে হয়। তবে নিরাপত্তা দেওয়ার সঙ্গে সঙ্গে বৈধ কাগজ পরীক্ষা করার দায়িত্বও আমাদের।’
নাম প্রকাশে অনিচ্ছুক শুটিং ইউনিটের এক সদস্য জানান, শুটিং বন্ধ করে গতকাল রাতে তারা ঢাকায় ফিরেছেন। শুটিংয়ে বৈধতা নিয়ে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের কয়েকজন টেকনিশিয়ান সেখানে কাজ করতে গিয়েছিলাম, যদিও প্রায় সব শিল্পী ও টেকনিশিয়ান কলকাতার। আমরা বাধার মুখে শুটিং করতে পারিনি। গতকাল রাতে ঢাকায় ফিরেছি।’
যৌথ প্রযোজনা প্রিভিউ কমিটির সদস্য মুশফিকুর রহমান গুলজার বলেন, “যৌথ প্রযোজনার ছবি করতে গেলে প্রিভিউ কমিটি থেকে চিত্রনাট্য পাস করাতে হবে। তারপর শুটিং করার অনুমতি নিতে হবে। বাংলাদেশে এসে শুটিং করার জন্য সরকারের অনুমতি নিতে হবে। আমার জানামতে ‘প্রেম আমার-২’ নামে কোনো যৌথ প্রযোজনার ছবি প্রিভিউ কমিটিতে জমা পড়েনি। অনুমতি ছাড়া এমন শুটিং অবৈধ।”
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘অনিয়ম যখন নিয়ম হয়ে যায়, প্রতিবাদ তখন দায়িত্ব। আমি শিল্পী সমিতির দায়িত্বে আসার পর থেকেই চেষ্টা করছি চলচ্চিত্রের অনিয়ম দূর করতে। যারা বাংলাদেশের চলচ্চিত্রকে কলকাতার একটি বাজার হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেব। আগামীকাল আমরা এফডিসিতে বসে এটার ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
রাজ চক্রবর্তীর ফেসবুক স্ট্যাটাস
গত ১২ সেপ্টেম্বর সকালে বাংলাদেশে আসেন রাজ চক্রবর্তী। সেদিন নিজের ফেসবুকে তিনি লিখেন ‘অন দ্য ওয়ে টু ঢাকা’। হ্যাশট্যাগ দিয়ে তিনি লিখেন, ‘বাংলাদেশ, সিলেট, প্রেম আমার-২’।
২০০৯ সালে কলকাতায় মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তীর ছবি ‘প্রেম আমার’। পশ্চিমবঙ্গের সোহম-পায়েল সরকার। এখন ছবিটির সিকুয়েল নির্মাণ করা হচ্ছে। আর এতে অভিনয় করছেন বাংলাদেশের পূজা চেরি ও কলকাতার অদ্রিত।