নতুন মুখের সন্ধান
বিচারক হিসেবে যাঁরা থাকছেন
দীর্ঘ ২৮ বছর পর শুরু হলো ‘নতুন মুখের সন্ধানে-২০১৮’। গতকাল ঢাকার একটি অভিজাত হোটেলে জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো চলচ্চিত্রের জন্য নতুন অভিনয় শিল্পী খোঁজার এই কার্যক্রম। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রতীকী হিসেবে প্রতিযোগিতায় নিবন্ধন শুরু করেন। সারা দেশে এই প্রতিযোগিতা পরিচালিত হবে কয়েক মাস ধরে এবং এতে বিচারক হিসেবে থাকবেন পাঁচজন।
প্রতিযোগী বাছাই কার্যক্রমে যুক্ত থাকবেন অভিনেতা ও নির্মাতা আমজাদ হোসেন, নায়ক আলমগীর, অভিনেত্রী চম্পা, নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন, অভিনেত্রী জয়া আহসান। এই পাঁচজন সারা দেশ থেকে শিল্পী বাছাই পর্বে বিচারক হিসেবে কাজ করবেন।
এ বিষয়ে মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমজাদ হোসেন আমাদের চলচ্চিত্রের কিংবদন্তি। তিনি যেমন অভিনেতা, তেমনি চিত্রনাট্যকার, আবার পরিচালক। গুণী শিল্পী নির্বাচনের প্রথম বিচারক তিনি। এরপর আছে আমাদের নায়ক আলমগীর সাহেব। তিনি যেমন অভিনয় দিয়ে দর্শক মন জয় করেছেন তেমনি পরিচালক হিসেবে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। নায়িকা চম্পা একসময়ের সারা জাগানো নায়িকা, অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন আমাদের, জয়া আহসান শুধু দেশ নয়, দেশের গণ্ডি পেরিয়ে অন্য দেশেও নিজের কাজ দিয়ে জায়গা করে নিয়েছেন। আফজাল হোসেন গুণী অভিনেতা ও নির্মাতা। আমরা আশা করি এই গুণীদের হাত ধরেই নতুনদের আগমন হবে, আমাদের চলচ্চিত্রকে আরো সমৃদ্ধ করবে।’
গতকালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ছাড়াও, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্যসচিব এম এ মালেক ও সংস্কৃতি সচিব নাসির উদ্দিন আহমেদ। মঞ্চে উপস্থিত ছিলেন নায়ক আলমগীর ও মুশফিকুর রহমান গুলজার।
নায়ক, নায়িকা, পার্শ্ব-অভিনেতা, খলনায়ক, কমেডি ও শিশুশিল্পী এই ছয়টি ক্যাটাগরিতে শিল্পী নেওয়া হবে। আগামীকাল মঙ্গলবার থেকেই আবেদন করতে পারবেন শিল্পীরা। নিজেদের ওয়েবসাইটে ফর্ম ছাড়বে পরিচালক সমিতি।