দেখা হওয়ার পর...

হিন্দি থ্রিলার ‘অন্ধ ধুন’ ছবির ট্রেইলার মুক্তির পরে থেকেই এ ছবি নিয়ে আলোচনা চলছে। এ ছবিতে অভিনয় করেছেন হালের সেনসেশন আয়ুষ্মান খুরানা, ‘নেটফ্লিক্স বেবি’ রাধিকা আপ্তে ও একসময়ের জনপ্রিয় নায়িকা টাবু।
এবার নির্মাতা এ ছবির একটি নতুন গান মুক্তি দিয়েছেন। শিরোনাম ‘আপ সে মিলকার’। রোমান্টিক এ গানটি ছবির প্রকৃতির সঙ্গে মিলেছে। গানটির ভিডিওতে আয়ুষ্মান ও রাধিকার প্রথম সাক্ষাৎ ও পরিণয়ের গল্প তুলে ধরা হয়েছে।
আয়ুষ্মান খুরানা, যিনি এ ছবিতে অন্ধের ভূমিকায় অভিনয় করছেন, ইনস্টাগ্রামে এ গানটির মুক্তির খবর দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘সুযোগে বা ভাগ্যে ভালোবাসা?’
তিনদিন আগে মুক্তি দেওয়া হয়েছিল এ ছবির আরেকটি গান ‘ন্যায়না দা কিয়া কসুর’। অমিত ত্রিবেদীর কণ্ঠে ওই গান দর্শককে আলোড়িত করে। গানটির সুরও করেছেন অমিত। গানটি লিখেছেন জয়দীপ সাহনি।
চোখে দৃষ্টিশক্তি না থাকলেও অন্তর্দৃষ্টি নিয়ে সব স্পর্শ করা যায়। মানুষের ভেতরে ভালোবাসার যে অসীম ক্ষমতা রয়েছে, তার কাছে শারীরিক যেকোনো প্রতিবন্ধকতাই হার মানতে বাধ্য। যদি আরো একটু স্পর্শকাতর হওয়া যায়, আরো বেশি ফোটানো যায় হৃৎকুসুম; তবে জন্মান্ধও স্পষ্ট দেখবে দয়িতার মুখ। বলিউড ছবি অন্ধ ধুন সেই বার্তা পৌঁছে দিতে চায় দর্শককে।
ছবিতে দৃষ্টিহীন নায়ক আয়ুষ্মান খুরানা। কিন্তু আঙুলে তার পিয়ানোর জাদু। মুগ্ধ শ্রোতা। প্রেমিকাও ছিল। জীবনটা বেশ কাটছিল। কিন্তু এর ভেতর ঢুকে পড়ে তৃতীয় নারী। তার সামনেই খুন-কাণ্ড ঘটে। পরে প্রশ্ন ওঠে, সত্যিই কি অন্ধ আয়ুষ্মান? সে কি এই খুনের সঙ্গে জড়িত? এমন রহস্য ও রোমান্সের ভেতর দিয়ে গেছে ছবির কাহিনী।
‘অন্ধ ধুন’ ছবিটি হত্যারহস্য নিয়ে হলেও প্রেমও এর অন্যতম উপজীব্য। আগামী ৫ অক্টোবর ছবিটি মুক্তি পাবে।