দিশার ছবিতে দিশেহারা অন্তর্জাল

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাঘি-২’ অভিনেত্রী দিশা পাটানির অসংখ্য ভক্ত। আর এ অভিনেত্রী নানা অঙ্গভঙ্গির ছবি দিয়ে ভক্তদের মাতিয়ে রাখতে পছন্দ করেন। কয়েক ঘণ্টা আগে একটি ছবি শেয়ার করেছেন দিশা। আর এ আবেদনময়ী সুন্দরীর সুপার গর্জিয়াস ছবিতে এখন দিশেহারা অন্তর্জালের ভক্তরা।
ইনস্টাগ্রামে এ অভিনেত্রীর রয়েছে ১৩ মিলিয়নের বেশি অনুসরণকারী। লাল বিকিনি পরা ছবিটি শেয়ারের কয়েক ঘণ্টার মধ্যেই ১১ লাখ ২৮ হাজারের বেশি লাইক পড়েছে। আর কমেন্টও প্রায় ১৫ হাজার। দিশার সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। তবে কেউ কেউ সমালোচনাও করেছেন।
সবচেয়ে মজার ব্যাপার হলো, ছবিটিতে লাইক দিয়েছেন দিশার প্রেমিক অ্যাকশন হিরো টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফ।
ছবিটি দেখে মনে হচ্ছে, এই অভিনেত্রী ছুটির মুডে আছেন এবং মেকআপ ছাড়াই ছবিটি তোলা হয়েছে। যে কেউ বাজি ধরে বলতে পারবেন, এই ছবি দেখে অনেক ভক্তই প্রেমে পড়ে যাবেন! খবর বলিউড বাবলের।
প্রেমিক টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধে ‘বাঘি-২’ ছবির ব্যাপক সাফল্যের পর এবার দিশাকে দেখা যাবে আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ ছবিতে। বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত এ ছবিতে আরো রয়েছেন ক্যাটরিনা কাইফ, সুনীল গ্রোভার ও নোরা ফাতেহি।
তামিল ছবিতে শিগগিরই অভিষেক হতে যাচ্ছে দিশা পাটানির। সুন্দর সির বহুল আকাঙ্ক্ষিত ‘সংঘমিত্র’ ছবিতে যোদ্ধা রাজকুমারীরূপে দেখা যাবে তাঁকে। এ ছবিটি ব্যয়বহুল হবে। শোনা যাচ্ছে, ছবিটির দুই পর্বের জন্য ৪০০ কোটি রুপি বাজেট ধরা হয়েছে।