অন্তঃসত্ত্বা হওয়ার খবর কেন গোপন করেছিলেন নেহা?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/09/22/photo-1537617994.jpg)
চলতি বছরের মে মাসে দিল্লিতে যখন বলিউড-যুগল নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি হঠাৎ করেই বিয়ের আয়োজন করেছিলেন, তখন বেশ কয়েকটি খবরে বলা হয়েছিল, নেহা অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই তাড়াহুড়ো করে এ আয়োজন।
এই যুগল প্রথম সন্তানের মা-বাবা হতে চলেছেন, বিয়ের কয়েক মাস পর এমন খবর জানান। গত মাসে নেহা-অঙ্গদ সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানান। শুধু তা-ই নয়, তাঁরা বেশ কয়েকটি আদুরে ছবি শেয়ার করেন। ছবিতে নেহার স্ফীত পেট দেখা যায়।
নেহার স্ফীত উদরের ছবি দেখে ভক্তরা বেশ উচ্ছ্বসিত হন। বলিউড তারকারাও অভিনন্দন জানিয়েছেন নেহা-অঙ্গদকে। অভিনেত্রী কাজল তো নেহার স্ফীত পেটে হাত রেখে বলেছেন—কিউট!
কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার খবর এত দিন লুকিয়ে রাখার কারণ কী? সম্প্রতি এই অভিনেত্রী এ ব্যাপারে মুখ খুলেছেন।
‘মানুষ আর কাজের অফার দেবে না—আমি এ নিয়ে উদ্বিগ্ন ছিলাম। এটা খুব ভালো ব্যাপার যে, ছয় মাস পর্যন্ত আমার স্ফীত পেট বোঝা যায়নি। এখানে চেহারাটা মুখ্য, একজন কাজের জন্য আনফিট বিবেচিত হতে পারে। সৌভাগ্যবশত, আমার শক্তির মাত্রা অনেক উঁচুতে’, সংবাদমাধ্যম মিড ডেকে বলেন নেহা।
এর আগে নেহা একটিবারের জন্যও বুঝতে দেননি যে, তিনি অন্তঃসত্ত্বা। যদিও গুঞ্জন চলছিল আগে থেকেই।
‘এর মানে এই নয় যে, যেসব নারী এ সময়গুলোতে কাজ থেকে ছুটির সিদ্ধান্ত নেন, আমি তাঁদের বিরুদ্ধে। এটা আমার পছন্দ।’
কিছুদিন আগে ল্যাকমে ফ্যাশন সপ্তাহে নেহাকে জিজ্ঞেস করা হয়, তিনি গর্ভাবস্থায় ঘরে বসে না থাকার প্রবণতা চালুর চেষ্টা করছেন কি না। উত্তরে নেহা বলেন, ‘কোনো প্রবণতা চালুর চেষ্টা বা এর অংশ আমি কখনো হতে চাইনি। আমার উদ্দেশ্য হলো উঠে দাঁড়ানো ও জীবন অতিবাহিত করা এবং এমন কিছু করা, যা কখনো হয়নি।’
নেহাকে আসন্ন ‘হেলিকপ্টার ইলা’ ছবিতে দেখা যাবে। এ ছবিতে কাজল ও ঋদ্ধি সেন প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি তিনি জনপ্রিয় চ্যাট শো ‘নো ফিল্টার নেহা’র তৃতীয় মৌসুমের রেকর্ড নিয়ে ব্যস্ত।