রণবীরের সঙ্গে জুটি বাঁধতে চান কারিনা

পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে বলিউড তারকা কারিনা কাপুর খান তাঁর ৩৮তম জন্মদিন পালন করেছেন গত ২১ সেপ্টেম্বর। এখন তাঁর হাতে দুটি ছবি। খ্যাতিমান পরিচালক-প্রযোজক করণ জোহরের ইতিহাস-আশ্রিত ছবি ‘তাখত’ ও অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে ‘গুড নিউজ’।
সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছেন, তিনি তাঁর চাচাত ভাই রণবীর কাপুরের সঙ্গে জুটি বাঁধতে চান।
বেবো বলেন, ‘আমি রণবীরের সঙ্গে একটি সিনেমা করতে চাই, এটা অসাধারণ হবে। আমাদের রসায়ন অবিশ্বাস্য হবে। আমি গভীরভাবে তাঁকে পছন্দ করি। তাই কখনো না বলব না। আশা করছি, কেউ চিত্রনাট্য লিখবেন।’
রণবীরের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ কারিনা। বলেন, ‘ভারতের সেরা অভিনেতাদের একজন রণবীর। তিনি আরো বলেন, আমার জন্য, সিনেমায় সে সবসময় ওপরের দিকে। সত্যিই আমি বিশ্বাস করি, সে-ই সেরা।’
এখন যে ধরনের ছবি তৈরি হচ্ছে সেসব নিয়ে কথা বলেন কারিনা। বলিউডের মেধাবী অভিনেতাদের নিয়েও কথা বলেন তিনি। বেবো বলেন, ‘আমি মনে করি, দুই রণবীরই (রণবীর কাপুর ও রণবীর সিং) হিন্দি সিনেমাকে অন্য মাত্রায় নিয়ে যাবে।’
ভক্তরাও নিশ্চয়ই কারিনার সঙ্গে সহমত পোষণ করবে।
বেবো শেষ ‘বীরে দ্য ওয়েডিং’ ছবিতে কাজ করেছিলেন। ছবিতে তাঁর সহ-অভিনেতা ছিলেন সোনম কাপুর, স্বরা ভাস্কর ও সুমিত ভিয়াস। ‘বীরে দ্য ওয়েডিং’ ছবিতে তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা পায়।
চিত্রনাট্য নির্বাচন নিয়ে নবাবপত্নী কারিনা বলেন, ‘দর্শক পছন্দ করুক বা না করুক, তিনি সত্য ঘটনানির্ভর চিত্রনাট্য পছন্দ করেন।’
ভক্তরা আশা করছেন, রণবীর ও কারিনা শিগগিরই রুপালি পর্দায় জুটি বাঁধবেন।