কারিনার রেডিও শোর প্রথম অতিথি সানি?

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তাঁর ঘনিষ্ঠ বন্ধু করণ জোহরের পদাঙ্ক অনুসরণ করছেন। মাতৃত্বের স্বাদ গ্রহণের পর ‘বীরে দ্য ওয়েডিং’ ছবিতে ফিরেই সাফল্যের মুখ দেখেছেন তিনি। এবার ইশক ১০৪.৮ এফএম রেডিওতে একটি চ্যাট শোর আরজে (রেডিও জোকার) হবেন কারিনা। শোটি অন-এয়ারে যাবে আগামী ডিসেম্বরে।
কারিনা কাপুরের রেডিও শোটি করণ জোহরের ‘কলিং করণ’-এর মতোই হবে। কিছুদিন আগে মুম্বাইয়ের একটি স্টুডিওতে এর জন্য ফটোশুটও করেছেন পাতৌদির নবাবপত্নী।
ভারতের সংবাদমাধ্যম মুম্বাই মিরর জানিয়েছে, এই শোর প্রথম পর্বের রেকর্ডও হয়ে গেছে। আর প্রথম পর্বে অতিথি হিসেবে রয়েছেন ‘দ্য মোস্ট গুগলড সেলিব্রেটি’ সানি লিওন।
প্রতিবেদন অনুযায়ী, গতকাল সোমবার সারবান স্টুডিওতে প্রথম পর্বের শুটিং হয়েছে দুপুর ২টায় এবং ৩০ মিনিট ধরে রেকর্ড চলেছে।
অভিনেত্রী থেকে রেডিও জোকি কারিনা কাপুর। ছবি : ইনস্টাগ্রাম
একটি সূত্র ওই ট্যাবলয়েডকে বলেছে, ‘দুই অভিনেত্রীই টুইনিং শেষ করেছেন, তাঁরা দুজনই একরঙা পোশাক পরেছিলেন। এই এপিসোডে তাঁরা সিনেমা, বিয়ে ও বাচ্চাদের নিয়ে কথা বলেছেন।’
কারিনার ঘনিষ্ঠ বন্ধু করণ। তাঁর রেডিও শো ‘কলিং করণ’ বেশ জনপ্রিয়। কিছুদিন আগে এ ব্যাপারে পরামর্শ নিতে তাঁর সঙ্গে দেখা করেন কারিনা। অনুষ্ঠানটির প্রকৃতি নিয়ে আলোচনাও করেন তাঁরা। বন্ধুর সবুজ সংকেত পাওয়ার পরই কারিনা শো করার সিদ্ধান্ত নেন।
এর আগে কারিনা কাপুর বলেছিলেন, ‘এই প্ল্যাটফর্মে এর চেয়ে ভালো সুযোগ আর হতে পারে না। আমি প্রথমবারের মতো রেডিও শো করতে যাচ্ছি আর সবাইকে তা শোনানোর জন্য তর সইছে না।’
কারিনা কাপুর খান এখন রাজ মেহতার ‘গুড নিউজ’ ছবিতে কাজ করছেন। এ ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন ‘গোল্ড’খ্যাত অক্ষয় কুমার। ‘গোল্ড’ ছবিটি শতকোটির ক্লাবে পৌঁছেছে। করণ জোহরের ইতিহাস-আশ্রিত ‘তাখত’ চলচ্চিত্রের সঙ্গেও চুক্তি সেরেছেন নবাবপত্নী কারিনা।