প্রযোজক গৌরাঙ্গর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ ফ্লোরার
২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিং চলাকালে নানা পাটেকার যৌন হেনস্তা করেছিলেন, তনুশ্রী দত্তর এমন অভিযোগের পর বলিউডে চলছে মি টু ঝড়। চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট অনেক নারী যৌন হেনস্তা নিয়ে মুখ খুলছেন, প্রকাশ করছেন হেনস্তাকারীর নাম। এবার ‘স্ত্রী’ অভিনেত্রী ফ্লোরা সাইনি মুখ খুললেন।
রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী’ ছবিতে ভূতের চরিত্রে অভিনয় করেন ফ্লোরা সাইনি। ফ্লোরার অভিযোগ, ২০০৭ সালে প্রযোজক গৌরাঙ্গ দোশি তাঁকে হেনস্তা করেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফ্লোরা লিখেছেন, তিনি প্রেমিক গৌরাঙ্গর দ্বারা হেনস্তার শিকার হয়েছিলেন। তাঁকে মারধরও করেন গৌরাঙ্গ। গৌরাঙ্গ ইন্ডাস্ট্রিতে আর কাজ করতে না দেওয়ারও হুমকি দিয়েছিলেন। ফ্লোরা বলেছেন, যেসব নারী হেনস্তার বিরুদ্ধে মুখ খুলছেন, তাঁদেরকে তাঁর সালাম।
ফেসবুকে ফ্লোরা সেই সময়কার আহত হওয়ার ছবি শেয়ার করে লেখেন, ‘এই হচ্ছি আমি... ২০০৭ সালের ভালোবাসা দিবসে নামকরা প্রযোজক গৌরাঙ্গ দোশি আমাকে মারধর করে, তখন আমি তাঁকে ভালোবাসতাম, ডেটিং করতাম... এটা সেই সময়কার নির্যাতনের ছবি... চোয়ালে আঘাত ও জীবনের ভয় নিয়ে বেরিয়ে এসেছিলাম...।’
আঘাতপ্রাপ্ত ফ্লোরা সাইনি : ফেসবুক
‘উপলব্ধি করলাম, এ বিষয়ে আমার কথা বলা দরকার। ওই সময়টা আমার বিরুদ্ধে ছিল, কারণ তখন সে ক্ষমতাবানদের একজন ছিল এবং ইন্ডাস্ট্রিতে নবাগত মেয়েদের কেউ বিশ্বাস করতে চাইত না।’
দীর্ঘ ওই পোস্টে ফ্লোরা লেখেন, ‘সে আমাকে হুমকি দিয়েছিল, আমাকে কখনোই আর ইন্ডাস্ট্রিতে কাজ করতে দেবে না... এবং সে আমাকে এটা বিশ্বাস করতে সর্বোচ্চ চেষ্টা করেছিল... মানুষ আমাকে নিতে চাইত না, এমনকি সাক্ষাৎ বা অডিশনেও না...।’
ফ্লোরা আরো বলেন, ওই ঘটনার পর তাঁর জীবন বদলে গিয়েছিল এবং এখনো তিনি নিজেকে ঠিকঠাক করতে পারেননি।
নানা পাটেকারের পর সম্প্রতি বিকাশ বেহল, চেতন ভগত, কৈলাশ খের, রজত কাপুর, উৎসব চক্রবর্তী ও অলোক নাথের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে।
তনুশ্রী দত্তর অভিযোগের পর অভিনেতা স্বরা ভাস্কর, রিচা চাড্ডা, রাভিনা ট্যান্ডন, প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপুর, ফারহান আখতার, সিদ্ধার্থ, বীর দাস, টুইঙ্কেল খান্না, অনুরাগ কাশ্যপ, বরুণ গ্রোভার, ফ্রিদা পিন্টো, কাজল, পরিণীতি চোপড়া, অর্জুন কাপুর, স্বপ্না পাব্বি, আনুশকা শর্মা, বরুণ ধাওয়ান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, পূজা ভাট, রেণুকা সাহানে, ডিম্পল কাপাডিয়া, শিল্পা শেঠি, তাপসী পান্নুসহ অনেকে নিপীড়নবিরোধী বক্তব্য দিয়েছেন। তাঁরা বলছেন, বলিউডে নিরাপদ কাজের পরিবেশ দরকার। সূত্র : মিস মালিনি