‘হলিউডের ছবির মতো লেগেছে বেঙ্গলি বিউটি’
রাহসান নূর পরিচালিত ‘বেঙ্গলি বিউটি’ ছবিটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে গতকাল শুক্রবার। পরিচালনা করার পাশাপাশি এখানে প্রধান চরিত্রে অভিনয়ও করেছেন রাহসান নূর। তাঁর বিপরীতে অভিনয় করেছেন মুমতাহিনা চৌধুরী টয়া।
রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে গতকাল দুপুর ২টা ১৫ মিনিটে ছবির প্রথম শো দেখে এর প্রশংসা করেছেন দর্শকরা।
রাজধানীর মগবাজার থেকে আসা তন্বী বলেছেন, ‘হলিউডের ছবির মতো লেগেছে বেঙ্গলি বিউটি। নির্মাণশৈলী ও গল্প চমৎকার ছিল। রাহসান নূরের অভিনয় বেশি ভালো লেগেছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিতু ছবিটি দেখে উচ্ছ্বসিত। বলেন,‘অনেক দিন পর ভালো একটি বাংলা ছবি দেখলাম। রাহসান ও সারার অভিনয় অসাধারণ। চরিত্রের সঙ্গে টয়াকে মানিয়েছে বেশ।’
অন্যদিকে, ধানমন্ডি থেকে আসা আবির বলেন, ‘ছবির চিত্রনাট্য অনেক উন্নত। মুক্তিযুদ্ধের পরবর্তী সময় নিয়ে ছবিটি নির্মাণ হয়েছে। ছবিটি তরুণ প্রজন্মের সবার দেখা উচিত।’
হলের সামনে উপস্থিত থেকে গতকাল অনেক দর্শকের অভিব্যক্তি শুনেছেন রাহসান নূর। অনেকে তাঁর সঙ্গে তুলেছেন সেলফিও।
নিজের অনুভূতি প্রকাশ করে এনটিভি অনলাইনকে রাহসান নূর বলেন, ‘আমি মুগ্ধ।কারণ চারপাশ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। এই ভালোলাগা আমাকে পরবর্তী কাজ করতে অনুপ্রেরণা দিবে।’
বেঙ্গলি বিউটিতে ময়না চরিত্রে টয়া ও আফজাল চরিত্রে রাহসান নূরকে দেখতে পাবেন দর্শক। এটি প্রযোজনা করেছেন রাফি তামজিদ। এর আগে ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি দেওয়া হয়েছিল। শিগগির চীনে ছবিটি মুক্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন পরিচালক রাহসান নূর।
টয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে অনেক আগেই দর্শকের ভালোবাসা পেয়েছেন। বিশেষ করে তাঁর অভিনীত বখাটে ও রূপ স্বল্পদৈর্ঘ্য ছবিগুলো আলোচিত হয়। এবার প্রথমবার তিনি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।
অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওর মডেল হিসেবেও বেশ আলোচিত টয়া। বিশেষ করে মমতাজের গাওয়া ‘লোকাল বাস’ গানের মডেল হয়ে অনেক প্রশংসা কুড়িয়েছেন তিনি। সামনে আরো বেশ কিছু গানের মডেল হিসেবে তাঁকে দেখা যাবে। ২০১০ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা পাঁচে ছিলেন টয়া। এর পর থেকে মিডিয়ায় নিয়মিত কাজ করছেন তিনি। ভবিষ্যতে নাটকে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করার স্বপ্ন দেখেন গুণী এই অভিনেত্রী।