কাস্টিং কাউচ নিয়ে যা বললেন আন্দ্রিয়া
তামিল ‘বড় চেন্নাই’ ছবিতে মহাতারকা ধানুশের সঙ্গে জুটি বেঁধেছিলেন আন্দ্রিয়া জেরেমিয়া। ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন সমালোচক ও দর্শক উভয়ই। প্রশংসা পেয়েছেন আন্দ্রিয়াও। হয়ে উঠেছেন তামিল ও মালয়ালাম সিনেমার জনপ্রিয় মুখ। অভিনয় করেছেন ৩০টির কাছাকাছি ছবিতে।
ভারতের বিনোদন জগতে চলমান ‘হ্যাশট্যাগ মি টু আন্দোলন’ নিয়ে নিজের মত ব্যক্ত করতে গিয়ে
অভিনেত্রী, সংগীত ও নৃত্যশিল্পী আন্দ্রিয়া বলেছেন, শুধু পুরুষের দোষ দিলে চলবে না।
গত মাসে বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে তনুশ্রীর দ্ত্তর যৌন হেনস্তার অভিযোগের পর ভারতজুড়ে শুরু হয় নিপীড়নবিরোধী আন্দোলন। ‘কাস্টিং কাউচ’ নিয়ে জিজ্ঞেস করা হলে আন্দ্রিয়া বলেন, ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ হলেও তিনি কখনো এর মুখোমুখি হননি।
সিনেমার ভাষায় কাস্টিং কাউচ হলো, অভিনয়ের সুযোগ করে দেওয়ার বদলে যৌন সুবিধা আদায় করা।
গানের স্টুডিওতে আন্দ্রিয়া জেরেমিয়া। ছবি : ইনস্টাগ্রাম
‘বিশ্বরূপম-২’ অভিনেত্রী এ-ও বলেন, ইন্ডাস্ট্রিতে যাঁরা ক্ষমতাবান, যাঁরা কাজের বিনিময়ে যৌন সুবিধা পেতে চান, তাঁদের সরাসরি ‘না’ বলা শিখতে হবে মেয়েদের।
আন্দ্রিয়া আরো বলেন, যেসব মেয়ে ‘কমপ্রোমাইজ’ করতে আগ্রহী, তাদের জন্য ‘না’ বলা নারীদের কঠিন অবস্থায় পড়তে হয়।
আন্দ্রিয়া জেরেমিয়া বলেন, ‘আমি কখনো কাস্টিং কাউচের মুখোমুখি হইনি। যদি কারো সঙ্গে ডেট করি, এর মানে দাঁড়ায় আমরা পরস্পরকে পছন্দ করি। আমি একজন অভিনেতা এবং অন্য যাঁরা কাস্টিং কাউচের মুখোমুখি হননি, তাঁদের চিনি। এটা নির্ভর করে তুমি তাঁকে কীভাবে নাড়া দিচ্ছ তার ওপর।’
আন্দ্রিয়া আরো বলেন, কাস্টিং কাউচ শুধু পুরুষের দোষ নয়।
“এটা বলা খুবই গুরুত্বপূর্ণ এ কারণে যে, আমরা সবসময় অপর পক্ষকে দোষারোপ করি। যদি মেয়েরা কাজের জন্য শুতে না চান, তাহলে এ জন্য তাঁদের জিজ্ঞেস করা হবে না। একজন নারীর আত্মবিশ্বাসের সঙ্গে বলা উচিত ‘আমি নিজেকে বিশ্বাস করি এবং কারো সঙ্গে শোব না।’ তা হলেই আর কাস্টিং কাউচ থাকে না। যদি কারো এ আত্মবিশ্বাস না থাকে, কমপ্রোমাইজ করে, তবে পুরুষও মানুষ এবং যাঁরা কমপ্রোমাইজ করতে চান না, এটা তাঁদের ঝামেলায় ফেলে”, বলেন আন্দ্রিয়া।
আন্দ্রিয়া আরো বলেন, ‘আমাকে উদাহরণ হিসেবে নিতে পারেন। আমার কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড নেই। কোনো প্রযোজকের প্রভাবও নেই। আমি আমার ভুল করি। আমি আমার মতো কাজ করি। বড় বড় পরিচালকের সঙ্গে কাজ করি। ভালো ভালো অভিনেতাদের সঙ্গে কাজ করি। আমি নারীকেন্দ্রিক ছবিতে অভিনয় করি এবং কোনো প্রকার কাস্টিং কাউচ ছাড়াই সব করি। কারণ, আমি কঠোর পরিশ্রম, মেধা ও ভাগ্যে বিশ্বাসী। এটা সম্ভব। আরো সময় লাগবে, কিন্তু এটা সম্ভব।’ সূত্র : ডিএনএ