দীপবীরকে অভিনন্দন জানালেন সাবেক প্রেমিক

বলিউডের অন্যতম জনপ্রিয় যুগল রণবীর সিং ও দীপিকা পাডুকোন তাঁদের বিয়ের তারিখ ঘোষণার পর থেকে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন। এর আগে দীপবীর তাঁদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন। তবে গত পরশু এ যুগল তাঁদের পাকাপাকি সম্পর্কের ঘোষণা দেন সামাজিক মাধ্যমে। এর পরই বি-টাউনের তারকারা শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন দুই তারাকে।
রোববার মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে দীপিকা ও ইনস্টাগ্রামে রণবীর তাঁদের বিয়ের তারিখ ঘোষণা দেন। একটি কার্ডের ছবিও শেয়ার করেন তাঁরা। হিন্দি ও ইংরেজি দুই ভাষায় লিখিত সে কার্ড দুটি। ঘোষণা অনুযায়ী, আগামী ১৪ ও ১৫ নভেম্বর তাঁদের বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ওই কার্ডে লেখা ছিল, ‘আমাদের পরিবারের সম্মতিতে, অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি, আগামী ১৪ ও ১৫ নভেম্বর, ২০১৮ আমাদের বিবাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এত বছর ধরে আমাদের ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। ভালোবাসা, আনুগত্য, বন্ধুত্ব ও যৌথতার এ যাত্রায় আপনাদের দোয়া কামনা করছি।’
সিদ্ধার্থ মালিয়া ও দীপিকা পাড়ুকোন। ছবি : সংগৃহীত
গুঞ্জন আছে, দীপিকা পাড়ুকোনের সঙ্গে একসময় চুটিয়ে প্রেম করেছেন অভিনেতা সিদ্ধার্থ মালিয়া। তবে বেশিদিন টেকেনি সে সম্পর্ক। রণবীর সিং ইনস্টাগ্রামে যে পোস্টটিতে বিয়ের ঘোষণা দিয়েছিলেন, তার মন্তব্য-ঘরে হাসিযুক্ত চুম্বনের ইমো দিয়ে অভিনন্দন জানিয়েছেন দীপিকার সাবেক প্রেমিক সিদ্ধার্থ।
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ের তারিখ ঘোষণার পর অনেক তারকা তাঁদের অভিনন্দন জানিয়েছেন। প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপুর, করণ জোহর, কারিশমা কাপুর, টাইগার শ্রফসহ অনেকেই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।
এখন শুভেচ্ছা জানালেন দীপিকার সাবেক প্রেমিক সিদ্ধার্থ মালিয়া। শোনা যায়, রণবীর কাপুরের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর সিদ্ধার্থর প্রেমে পড়েন দীপিকা। ওই সময় তাঁদের বিভিন্ন জায়গায় ঘুরতেও দেখা গেছে। যাহোক, পরে সিদ্ধার্থর সঙ্গে দীপিকার বিচ্ছেদ হয়ে যায়।
শোনা যাচ্ছে, বিয়ের পর স্বল্প সময়ের জন্য মধুচন্দ্রিমায় যাবেন রণবীর ও দীপিকা। এর পর রণবীর সিং ‘সিম্বা’ ছবির প্রচারণায় নামবেন। এ ছবিটি পরিচালনা করছেন রোহিত শেঠি। ‘সিম্বা’ দিয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে সাইফ আলি খানের কন্যা সারা আলি খানের। আগামী ২৮ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে। সূত্র : পিংকভিলা