গৌরীর পর কার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক কিং খানের?
এক গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে সবাইকে অবাক করে দিয়ে বলিউড বাদশা শাহরুখ খান ফাঁস করেছেন, স্ত্রী গৌরী খানের পর কার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক! গত সোমবার তিনি এ সম্পর্ক নিয়ে মুখ খোলেন।
থামুন! মস্তিষ্ককে অন্য দিকে চালিত না করে একটু ভাবুন; আমরা জানাতে চাই ‘জিরো’ অভিনেতা কোনো ব্যক্তির নাম বলেননি, বলেছেন একটি জনপ্রিয় ‘কার ব্র্যান্ডে’র কথা!
হ্যাঁ, এটাই সঠিক! ভারতের জনপ্রিয় গাড়ির ব্র্যান্ড হুন্দাই নতুন মডেলের সান্ত্রো গাড়ি উদ্বোধন করেছে। ওই অনুষ্ঠানেই কিং খান প্রতিষ্ঠানটির সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা বলেন।
হুন্দাইয়ের নতুন মডেলের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে শাহরুখ খান। ছবি : সংগৃহীত
সান্ত্রোর বেস মডেলের গাড়ির দাম ছিল তিন লাখ ৯০ হাজার রুপি, পরে যার মূল্য বেড়ে হয় পাঁচ লাখ ৪৬ হাজার রুপি।
বলা হয়, ভারতের জনপ্রিয় পারিবারিক গাড়ি হুন্দাইয়ের সান্ত্রো। যাহোক, যাত্রার শুরু থেকেই এই গাড়ি ব্র্যান্ডটির সঙ্গে যুক্ত আছেন শাহরুখ খান। তাই তিনি বলেছেন, স্ত্রী গৌরী খানের পর এই অটোমোবাইল ব্র্যান্ডটির সঙ্গে তাঁর দীর্ঘস্থায়ী সম্পর্ক চলছে!
তবে বলে রাখা জরুরি, আগামীকাল (২৫ অক্টোবর) শাহরুখ খান ও গৌরী খান তাঁদের ২৭তম বিবাহবার্ষিক উদযাপন করবেন। তাঁদের তিন সন্তান রয়েছে—আরিয়ান, সুহানা ও আব্রাম। সূত্র : ডিএনএ