মি টু নয়, কোলাহল থেকে দূরে ধ্যানমগ্ন তনুশ্রী
ভারতজুড়ে এখন চলছে যৌন নিপীড়নবিরোধী হ্যাশট্যাগ মি টু আন্দোলন। আর এ আন্দোলনের সূত্রপাত যাঁর হাত ধরে, সেই তনুশ্রী দত্ত একটু কোলাহল থেকে দূরে থাকতে চাইছেন। একটু ধ্যানমগ্ন হতে চাইছেন। সামাজিক মাধ্যম থেকেও নিতে চাইছেন বিরতি।
গত মাসে বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন সাবেক মিস ইন্ডিয়া তনুশ্রী দত্ত। তাঁর অভিযোগ, এক দশক আগে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিং চলাকালে নানা তাঁকে হেনস্তা করেছিলেন। এর পরই শুরু হয় মিটু আন্দোলন। বলিউডের অলোক নাথ, সুভাষ ঘাই, বিকাশ বেহল, রজত কাপুর, অনু মালিক, সাজিদ খান ও অন্যান্য বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্বের নাম উঠে আসে হেনস্তাকারীর তালিকায়।
শুধু নানা পাটেকারই নন, পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধেও যৌন হেনস্তার অভিযোগ
তোলেন তনুশ্রী। তাঁর অভিযোগ, ‘চকলেট’ ছবির শুটিং সেটে সবার সামনেই বিবেক তাঁকে ‘পোশাক খুলে’ নাচতে বলেছিলেন।
যাহোক, প্রায় প্রতিদিনই বিনোদন জগতের কেউ না কেউ তাঁদের জীবনে ঘটে যাওয়া হেনস্তার গল্প বলছেন। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, কর্মক্ষেত্রে সবার নিরাপত্তা জরুরি।
আয়ুর্বেদিক ম্যাসাজ শেষে ফুরফুরে তনুশ্রী দত্ত। ছবি : ইনস্টাগ্রাম
শোনা যাচ্ছে, ‘আশিক বানায়া আপনে’ অভিনেত্রী সামাজিক মাধ্যম থেকে শিগগিরই ছুটি নেবেন। তিনি চাইছেন, সব বিতর্কের সমুচিত জবাব দিতে। তনুশ্রীর ঘনিষ্ঠ একজন সংবাদমাধ্যম এশিয়ান এজকে বলেছেন, অবিরাম মিডিয়ার মুখোমুখি হওয়া আর রাখি সায়ন্তর মতো মানুষদের আক্রমণের শিকার হয়ে বেশ ক্লান্ত তনুশ্রী। নিঃশ্বাস ফিরে পেতে তিনি পুনের কাছাকাছি একটি জায়গায় ‘হেলথ স্পা’ করাবেন।
ওই সূত্র আরো জানায়, অন্তর্জাল ও মুঠোফোন পুরোপুরি বন্ধ করেছেন তনুশ্রী। ভবিষ্যতে কী করবেন তার সিদ্ধান্ত নিতেই সময় ব্যয় করতে চান তিনি।
বিভিন্ন দলের দ্বারা আক্রান্ত হয়েছেন তনুশ্রী দত্ত। সামাজিক মাধ্যমেও তিনি নানা ট্রলের (বিদ্রুপ) শিকার হয়েছেন। উল্টো তাঁকে ‘ভিকটিম শেইমিং’ করা হয়েছে, বলছেন অনেকে।
সাবেক এ ভারত সুন্দরী নানা পাটেকার ও অন্যদের বিরুদ্ধে মামলা করেছেন, যাঁরা তাঁকে হেনস্তা করেছেন। তাঁর অভিযোগের পর নানা ‘হাউসফুল-৪’ থেকে মৌখিকভাবে নিজেকে সরিয়ে নেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রাখি সায়ন্ত বলেছেন, তনুশ্রী দ্ত্ত সমকামী এবং তাঁকে ধর্ষণ করেছেন। তবে তনুশ্রী এ অভিযোগ উড়িয়ে দিয়ে রাখিকে ‘অশিক্ষিত, নোংরা, চরিত্রহীন’ বলেছেন।
নানা পাটেকারের ঘটনা প্রকাশ্যে আনার পর রাখির ক্রমাগত বিরোধিতা দেখে তাঁর বিরুদ্ধে ১০ কোটি রুপির মানহানি মামলা করেন তনুশ্রী। তার পরিপ্রেক্ষিতে তনুশ্রীর বিরুদ্ধে ৫০ কোটি রুপির মানহানির মামলা করবেন বলে হুমকি দিয়েছেন রাখি। এখন দেখার বিষয়, জল কত দূর গড়ায়! সূত্র : বলিউড বাবল