বিগ বসের সঙ্গে হিনা খান

বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের এবারের ১২তম মৌসুম দিন দিন আরো আকর্ষণীয় হয়ে উঠছে। বলিউড সুপারস্টার সালমান খান সঞ্চালিত এই শোতে সম্প্রতি হাজির হয়েছেন গত মৌসুম বিজয়ী টিভি অভিনেত্রী শিল্পা শিন্ধে। বিগ বসের ঘরে তাঁর সঙ্গী বিকাশ গুপ্ত।
বিগ বসের ঘরে এখন শিল্পা ও বিকাশের দুটো টিম গঠন করা হয়েছে—‘শিল্পা শিন্ধে পরিবার’ ও ‘বিকাশ গুপ্ত পরিবার’।
এ সপ্তাহে ‘হরিয়ানভি’ নৃত্যশিল্পী ও গায়িকা স্বপ্না চৌধারী বিগ বসের ঘরে প্রবেশ করেছেন এবং ‘আঁখিয়ন কা ইয়ো কাজল’, ‘তেরে তুমকে স্বপ্না চৌধারী’সহ বেশ কয়েকটি গান গেয়ে শুনিয়েছেন। নাচেও ঝড় তোলেন স্বপ্না।
দর্শক আরো দেখেছেন সাবেক বিগ বস প্রতিযোগী সানা খানকে। সানাকে একটি কাজ দেওয়া হয় এবং তাঁর সঙ্গে কেনাকাটা করতে দেখা যায় গৃহসঙ্গীদের।
শিল্পা, বিকাশ, স্বপ্না ও সানার পর এবার বিগ বসের ঘরে প্রবেশ করলেন এই শোর গত মৌসুমের রানারআপ, জনপ্রিয় টিভি অভিনেত্রী হিনা খান। ভারতের ছোটপর্দার সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হিনা। হিনাকে গৃহসঙ্গীদের সঙ্গে বিভিন্ন ভূমিকায় দেখা যাবে।
বিশ্বতারকা মেরিলিন মনরো স্টাইলে হিনা খান। ছবি : ইনস্টাগ্রাম
মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে কালারস টিভির অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে ঘোষণা দেওয়া হয়েছে, একটি পর্বে হিনাকে দেখা যাবে, তার নাম রাখা হয়েছে ‘হিনা খান কি আদালত’। হিনা তাঁর গৃহসঙ্গীদের প্রশ্ন করবেন এবং তাঁদের স্বচ্ছতার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন।
সালমান খানের সঙ্গে তোলা দুটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার দিয়েছেন হিনা খান। এর মধ্যে একটি সেলফি। সালমানের সাক্ষাতে বেশ উচ্ছ্বসিত হিনা খান।
সালমানকে ‘রকস্টার’ উল্লেখ করে ক্যাপশনে হিনা লিখেছেন, ‘আপনার সঙ্গে কফি-অলাপ করতে ভালোবাসি... ধন্যবাদ, নতুন কাজের কিছু কৌশলসহ আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য... নিজের শক্তির উৎস খুঁজে পেতে সব সময় আমাকে প্রেরণা ও নির্দেশনা দিয়েছেন, এ জন্য ধন্যবাদ... শিগগিরই আলিঙ্গন হবে।’
ভারতের জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘কোসৌতি জিন্দেগি কে’-এর দ্বিতীয় মৌসুম শুরু হতে যাচ্ছে আর কিছুদিন পর। এ ধারাবাহিকে হিনা খানকে দেখা যাবে কমলিকার চরিত্রে। এর আগে কমলিকার চরিত্রে অভিনয় করেছিলেন ঊর্বশী ধোলাকিয়া। সূত্র : ইন্ডিয়া টিভি