অভিনেতা রাজীবকে স্মরণ করছেন সতীর্থরা
আজ বাংলাদেশ চলচ্চিত্রের দাপুটে অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের ১৪তম মৃত্যুবার্ষিকী। আজকের এই দিনে ২০০৪ সালে মাত্র ৫২ বছর বয়সে এই অভিনেতা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর এই মৃত্যুবার্ষিকীতে এফডিসিতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘রাজীব ভাই আমাদের চলচ্চিত্রের আইকন। যাঁরা এখন খল চরিত্রে অভিনয় করেন, তাঁরা এখনো অনুসরণ করেন রাজীব ভাইয়ের অভিনয়। আমরা সব সময় চেষ্টা করি গুণী শিল্পীদের স্মরণ করতে, তাঁদের যথাযথ সম্মান দিতে। আজ বাদ আসর এফডিসির শিল্পী সমিতির স্টাডিরুমে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। আশা করি, শিল্পী ও কলাকুশলীরা মিলাদে এসে রাজীব ভাইয়ের আত্মার শান্তি কামনা করবেন।’
জীবদ্দশায় দুই শতাধিক ছবিতে অভিনয় করেছেন অভিনেতা রাজীব। খল চরিত্রের পাশাপাশি বিভিন্ন চরিত্রে তিনি অভিনয় করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি।
হাঙর নদী গ্রেনেড, প্রেম পিয়াসী, সত্যের মৃত্যু নেই, স্বপ্নের পৃথিবী, আজকের সন্ত্রাসী, দুর্জয়, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, মহামিলন, বাবার আদেশ, বিক্ষোভ, অন্তরে অন্তরে, ডন, কেয়ামত থেকে কেয়ামত, ভাত দে, অনন্ত ভালোবাসা, রাজা শিকদার ও বুকের ভেতর আগুন, সাহসী মানুষ চাই, বিদ্রোহ চারিদিকে, দাঙ্গা প্রভৃতি রাজীব অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র।
কাজী হায়াৎ পরিচালিত ‘খোকন সোনা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনয় শুরু করেন রাজীব। এই ছবিতে তিনি নায়ক চরিত্রে অভিনয় করেন। পরে তিনি খল অভিনেতা হিসেবে তুমুল জনপ্রিয়তা পান। ১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন তিনি। অভিনয়ের বাইরে তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।