এবার বিয়ে করছেন প্রিয়াঙ্কার বোন?
চলতি মাসের শুরুতে রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে গাঁটছড়া বাঁধেন বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস। টানা পাঁচদিন চলে তাঁদের রূপকথার বিয়ের উৎসব। খবর বেরিয়েছে, এবার দুয়ারে কড়া নাড়ছে প্রিয়াঙ্কার চাচাতো বোন অভিনেত্রী পরিণীতি চোপড়ার বিয়ে।
শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন পরিণীতি চোপড়া আর এ খবর নাকি নিজেই বলেছেন হবু কনে। ‘প্রেমিক’ চরিত দেশাইয়ের সঙ্গেই সাতপাকে বাঁধা পড়তে চান পরিণীতি।
২০১৭ সালের শুরুর দিকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে গুঞ্জন ছড়ায়, চুটিয়ে প্রেম করছেন পরিণীতি-চরিত। খবর বেরিয়েছিল, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে যখন পরিণীতি চোপড়ার ‘ড্রিম ট্যুর’ চলছিল, তখনই স্বপ্নের সঙ্গীকে পেয়ে যান ‘নমস্তে ইংল্যান্ড’ অভিনেত্রী।
‘অগ্নিপথ’ সিনেমায় সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন চরিত দেশাই। এ ছবিতে প্রধান চরিত্রে ছিলেন পরিণীতির বোন প্রিয়াঙ্কা চোপড়া ও হৃতিক রোশন। শোনা যাচ্ছে, দীর্ঘদিন প্রেমের পর পরিণীতি চোপড়া ও চরিত দেশাই চার হাত এক করার পরিকল্পনা সেরেছেন।
পরিণীতি-চরিত একে-অপরকে খুব ভালোবাসেন আর সেই প্রথম দেখার দিনটি থেকে তাঁরা এখনো আলাদা হননি।
নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের নানা আয়োজনে একদম প্রথম থেকেই দেখা গিয়েছিল পরিণীতিকে। বোনের বিয়ের দায়িত্ব ভালোই পালন করেছেন এ সুন্দরী। প্রিয়াঙ্কার বিবাহপূর্ব সংগীতানুষ্ঠানে মঞ্চে পারফর্ম করেন পরিণীতি। তখন থেকেই ভক্তরা অপেক্ষা করছেন বধূরূপে পরিণীতিকে দেখার জন্য।
সংবাদমাধ্যম মিরর নাউ তাদের প্রতিবেদনে জানিয়েছে, ‘প্রেমিক চরিত দেশাইয়ের সঙ্গে শিগগিরই গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন পরি (পরিণীতির ডাকনাম)।’
প্রিয়াঙ্কার বিবাহপূর্ব অনুষ্ঠানে পরিণীতির প্রেমিক চরিত দেশাই (বামে পরিণীতির পেছনে)। ছবি : সংগৃহীত
আর এ খবরে বিশ্বাস করছেন বি-টাউনের অনুরাগীরাও। কারণ এ যুগল বহুবার জনসমক্ষে ধরা দিয়েছেন। মুম্বাইয়ে প্রিয়াঙ্কার বিবাহপূর্ব অনুষ্ঠানেও পরিণীতির সঙ্গে চরিত দেশাইকে দেখা গিয়েছিল। ইনস্টাগ্রামে সে ছবি নিজেই শেয়ার দিয়েছিলেন পরি। ছবিতে তাঁর পেছনেই দাঁড়ানো ছিলেন চরিত।
এ খবর সত্য হলে, পরিণীতির মুখ থেকে তাঁর বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা শোনার জন্য তর সইছে না ভক্তদের! সূত্র : বলিউড বাবল।