বিজয় দিবসে সিয়ামের বিয়ে

নাটক কিংবা সিনেমায় নয় সত্যিই বিয়ে করছেন অভিনেতা সিয়াম আহমেদ। পাত্রীর নাম শাম্মা রুশাফি অবন্তী।
গতকাল শুক্রবার রাতে রাজধানীর বারিধারায় অবন্তীর বাসায় তাঁদের গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে। সাত বছর ধরে অবন্তীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সিয়ামের।
আগামীকাল ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাজধানীর এক রেস্তোরাঁয় সিয়াম ও অবন্তীর আকদ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্টজনরা উপস্থিত থাকবেন। এমনটিই জানিয়েছেন সিয়াম।
সিয়াম বলেন, ‘অবন্তী আর আমার সম্পর্ক অনেক গভীর। সাত বছর ধরে একে অপরকে আমরা জেনেছি। আমার কাজের ব্যাপারে অবন্তী অনেক শ্রদ্ধাশীল। সবাই দোয়া করবেন যেন আমরা ভালো থাকতে পারি।’
নতুন বছর বড় পরিসরে বিয়ের অনুষ্ঠান করবেন বলেও জানান সিয়াম।
অবন্তী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স বিষয়ে স্নাতক শেষ করেছেন। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নি করছেন তিনি। অন্যদিকে, সিয়াম ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক শেষ করেছেন। বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত সিয়াম। তাঁর অভিনীত ‘পোড়ামন ২’ ও ‘দহন’ ছবি দুটি খুব আলোচিত হয়। মুক্তির অপেক্ষায় আছে তাঁর ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি। তৌকীর আহমেদ পরিচালিত ছবিটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন তিশা।