স্নায়ুযুদ্ধ শেষ হলো ঐশ্বরিয়া-দীপিকার?

জনপ্রিয় বলিউডি নির্মাতা সঞ্জয় লীলা বানসালির সিনেমায় দীপিকা পাড়ুকোনের আগে কোন নায়িকাকে অবিরাম দেখা যেত, মনে পড়ে? উত্তর, সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকে। নীল চোখের এই অভিনেত্রীর সঙ্গে সঞ্জয় কাজ করেছেন ‘হাম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’ ও ‘গুজারিশ’ সিনেমায়।
কিন্তু ‘গোলিয়োঁ কি রাসলীলা রামলীলা’ সিনেমার পর দীপিকা পাড়ুকোন হয়ে উঠেছেন নির্মাতা সঞ্জয়ের প্রিয় অভিনেত্রী। এরপর তাঁর ব্লকবাস্টার ‘পদ্মাবত’ সিনেমায়ও ডাক পান দীপিকা। দীপিকা এ নির্মাতার প্রিয় হয়ে ওঠায় কিছুটা নাখোশ হন ঐশ্বরিয়া, এমন খবর প্রকাশ করেছিল বিনোদন সংবাদমাধ্যমগুলো।
খবরে প্রকাশ, বলিউডের দুই প্রধান অভিনেত্রীর মধ্যে এ নিয়ে স্নায়ুযুদ্ধ চলেছে বহুদিন।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ইদানীং কিছু ছবি ও ভিডিও দেখে বি-টাউনের লোকজন মনে করছেন, সম্ভবত ঐশ্বরিয়া-দীপিকার স্নায়ুযুদ্ধ এখন শুধুই অতীত।
একটি শীর্ষ বিনোদন সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণ জানিয়েছে, ঐশ্বরিয়া রাই বচ্চন ও দীপিকা পাড়ুকোন তাঁদের অতীতকে সমাধিস্থ করেছেন।
বলা জরুরি, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিবাহোত্তর অভ্যর্থনা অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন অ্যাশ। সেখানে তাঁকে বেশ হাসিখুশি ও অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়। এমন ছবিও সামাজিক মাধ্যমে দেখা গেছে, অ্যাশ ও দীপি একে অপরকে আলিঙ্গন করছেন।
দীপবীরের বিবাহোত্তর অভ্যর্থনায়ও গিয়েছেন ঐশ্বরিয়া। ছবি : সংগৃহীত
দীপবীরের মুম্বাই অভ্যর্থনার পর দুই বলিউড সুন্দরীর ফের দেখা হয় ধনকুবের মুকেশ আম্বানির মেয়ে ইশা আশ্বানি ও আনন্দ পরিমলের বিয়ের অনুষ্ঠানে। ইশার বিয়েতে ঐশ্বরিয়া-দীপিকাকে এমন বন্ধনে দেখা যায় যে, নেটিজেনরা এতে সরব হন। এ যেন নতুন বন্ধুত্বের সূচনা, এমনটাই মত দেন অনেকে।
ইশা আম্বানির বিয়ের অনুষ্ঠানে থাকা এক প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘বরফ শুধু ভাঙেইনি, টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে। দেখে মনে হচ্ছিল, তাঁরা যেন অবিচ্ছেদ্য। আজও স্পষ্ট মনে আছে, সঞ্জয় লীলা বানসালির ৫০তম জন্মবার্ষিকীতে কী রাজকীয়ভাবে তাঁরা পরস্পরকে এড়িয়ে গিয়েছিলেন। দীপিকা পৌঁছানোর মিনিটখানেকের মধ্যেই চলে গিয়েছিলেন ঐশ্বরিয়া।’
দীপিকা তাঁর পরবর্তী সিনেমায় ভারতে বহুল আলোচিত এসিড সন্ত্রাসের শিকার লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে অভিনয় করবেন। বাস্তব জীবনে মাত্র ১৫ বছর বয়সে বর্বরোচিত এসিড হামলার শিকার হন লক্ষ্মী। এ ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন বিক্রান্ত ম্যাসে।
লক্ষ্মী আগরওয়ালের জীবনীভিত্তিক সিনেমা ‘ছাপাক’ নির্মাণ করবেন পরিচালক মেঘনা গুলজার। এই সিনেমায় শুধু লক্ষ্মীর ভূমিকায় অভিনয়ই করবেন না দীপিকা, প্রযোজনাও করবেন তিনি।
অন্যদিকে ঐশ্বরিয়া রাই বচ্চনকে পরবর্তী সময়ে তাঁর স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে জুটি বেঁধে ‘গুলাব জামুন’ সিনেমায় দেখা যাবে।