ভোট দিলেন নায়ক বাপ্পী
দেশের আলোচিত চিত্রনায়ক বাপ্পী চৌধুরী নারায়ণগঞ্জ-৫ আসনের ভোটার। আজ দুপুরে ভোট দেওয়ার পর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছবি শেয়ার করে বাপ্পী লিখেছেন, ‘দ্বিতীয়বারের মতো ভোট দিলাম। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করবে এমন যোগ্য প্রার্থীকেই ভোট দিয়েছি।’
বাপ্পী আরো লিখেছেন, ‘শুভকামনা থাকল স্বরাষ্ট্রমন্ত্রী কামাল আংকেল, আমাদের চলচ্চিত্রের কিংবদন্তি ফারুক ভাই, সোহেল রানা ভাই এবং মিরপুরের ইলিয়াস আলী মোল্লাহ মামার জন্য। আশা করি, তাঁরা বিজয়ী হবেন।’
নতুন সরকারের কাছে ৩০০টি মাল্টিপ্লেক্স চান বাপ্পী চৌধুরী। তিনি বলেন, ‘চলচ্চিত্র উন্নয়নে ভালো সিনেমা হলের বিকল্প নেই। সিনেমা দেখার চমৎকার পরিবেশ তৈরি করতে হবে। সরকারের কাছে আমি ৩০০টি মাল্টিপ্লেক্স চাই।’
২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় বাপ্পী চৌধুরীর। প্রথম ছবিতেই বাজিমাত করেন এই অভিনেতা। ধীরে ধীরে অসংখ্য ছবিতে অভিনয় করে দর্শকপ্রিয় হয়ে ওঠেন তিনি। নতুন বছরে মুক্তি পাবে তাঁর আরো বেশ কিছু ছবি।