আসছে সানিয়া মির্জার বায়োপিক

‘মেরি কম’, ‘আজহার’ থেকে ‘এমএস ধোনি’, মনে হচ্ছে ভারতীয় চলচ্চিত্র নির্মাতারা ক্রীড়াঙ্গনের তারকাদের প্রেমে পড়েছেন। তাঁদের জীবনের প্রেরণাদায়ক গল্পে আস্থা রাখছেন নির্মাতারা।
শুধু বলিউডেই নয়, বিশ্বজুড়ে এখন বায়োপিক নির্মাণ চলছে। সেসব সিনেমা দর্শকের মনও জয় করছে। এবার বলিউডের আরেক প্রযোজক সিদ্ধান্ত নিয়েছেন, বড়পর্দায় আরেক ক্রীড়া তারকার প্রেরণাদায়ক গল্প চলচ্চিত্রপ্রেমীদের সঙ্গে ভাগাভাগি করবেন।
সংবাদমাধ্যম ডেকান ক্রনিক্যাল প্রতিবেদনে জানিয়েছে, ভারতের বিখ্যাত টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার জীবনীভিত্তিক ছবি নির্মাণের স্বত্ব পেয়েছে রুনি স্ক্রুইওয়ালার প্রযোজনা প্রতিষ্ঠান আরএসভিপি।
দৈনিকটিকে একটি সূত্র জানিয়েছে, চুক্তিপত্রে কয়েকটি শর্ত ছিল, যা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। কয়েকটি শর্ত যেমন সত্য ঘটনা বর্ণনার স্বত্ব, সানিয়ার জীবনে আসা বাস্তব চরিত্র ব্যবহার এবং জীবন ও বিভিন্ন ঘটনাকে ফিকশনে রূপ দেওয়া নিয়ে আলোচনা হয়েছে।
এ ছাড়া আলোচনায় ছিল ছবিতে বাস্তব জীবনের চরিত্রের সংযোজন-বিয়োজনের স্বত্ব। এইসব শর্তে অবশ্য এখনো সানিয়া সই করেননি, তবে চুক্তি হয়ে গেছে। নির্মাতারা এ ছবির বিষয়ে এখন থেকে প্রকাশ্যে বলতে পারবেন বলে জানায় সূত্রটি।
তবে সানিয়ার চরিত্রে কোন অভিনেত্রী থাকবেন, তা নিয়ে মুখ খোলেননি নির্মাতারা।
এর আগে এক সাক্ষাৎকারে সানিয়া মির্জা বলেছিলেন, যদি কখনো তাঁর বায়োপিক নির্মাণ হয়, তবে তাঁর ভূমিকায় পরিণীতি চোপড়াকে চান। কারণ সানিয়া মনে করেন, পরিণীতি দেখতে তাঁর মতো। আর সানিয়ার মতে, দুজনের ‘বুকে’ মিল রয়েছে।
গেল বছরের অক্টোবরে সানিয়া ছেলেসন্তানের মা হয়েছেন। এখন তিনি মাতৃত্ব উপভোগ করছেন। সূত্র : ইন্ডিয়া টুডে