১২ দিনে আয় ১২২ কোটি

বলিউড অভিনেতা ভিকি কুশলের ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ভারতের বক্স অফিসে শাসন জারি রেখেছে। মুক্তির পর দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে আয় কমার লক্ষণ নেই।
গত ১১ জানুয়ারি পর্দায় ওঠে আদিত্য ধর পরিচালিত ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। মুক্তির দিন ভারতের বক্স অফিসে আয় করে আট কোটি ২০ লাখ রুপি। এখনো জয়রথ অব্যাহত আছে।
বাস্তব ঘটনার ওপর নির্মিত ‘উরি’ দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা পেয়েছে। বিশেষ করে ভিকি কুশলের অভিনয়ে মুগ্ধ সবাই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছবিটি দেখে ‘জোশ’ বলে মন্তব্য করেছেন। গতকাল মঙ্গলবার বক্স অফিসে এ ছবি আয় করে ছয় কোটি ৩০ লাখ রুপি। এ নিয়ে ১২ দিনে মোট সংগ্রহ দাঁড়াল ১২২ কোটি রুপির বেশি।
চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশেষজ্ঞ তারান আদর্শ জানিয়েছেন, ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ দর্শকের হৃদয় জয় করেছে এবং বক্স অফিসেও ‘জোশ’ পারফর্ম করছে। দ্বিতীয় সপ্তাহের শুক্রবার এ ছবি সংগ্রহ করে ৭.৭০ কোটি, শনিবার ১৩.৩৫ কোটি, রোববার ১৭.১৭ কোটি, সোমবার ৬.৮২ কোটি, মঙ্গলবার ৬.৩০ কোটি। ভারতের বক্স অফিসে মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১২২ কোটি ৫৯ লাখ রুপি।
‘উরি’ ২০১৯ সালে শতকোটির ক্লাবে পৌঁছানো প্রথম ছবিই নয়, এ বছরের প্রথম ব্লকবাস্টারও।
‘উরি’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভিকি কুশল, ইয়ামি গৌতম, মোহিত রায়না ও পরেশ রাওয়াল। ২০১৬ সালে ভারতের জম্মু ও কাশ্মীরে উরি বেস ক্যাম্পে হামলা চালানোর পর পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই ছবি।
২০১৬ সালে সন্ত্রাসবাদীরা উরিতে বিমানবাহিনীর ঘাঁটিতে আক্রমণ করে। ঘুমন্ত অবস্থায় ১৯ জন সেনার মৃত্যু হয়। ভারত সরকার স্থির করে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ভেতরে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে। হামলার মাসখানেক পর এই সার্জিক্যাল স্ট্রাইক সংঘটিত হয়েছিল ২৯ সেপ্টেম্বর।
গেল বছর ভিকির বেশ কয়েকটি সিনেমা ব্যাপক প্রশংসিত হয়। তার মধ্যে মেঘনা গুলজার পরিচালিত ‘রাজি’, রাজকুমার হিরানি পরিচালিত ‘সঞ্জু’ ও অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘মনমর্জিয়া’ অন্যতম।
‘উরি’ সিনেমায় ভিকি কুশল সেনা কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন, যিনি গোপন এই সামরিক অভিযানের নেতৃত্ব দেন। আর ইয়ামি গৌতম গোয়েন্দা কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন। মোহিত রায়না এই সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছেন। সূত্র : ইন্ডিয়া টিভি