বাইকচালকের হাতে হেনস্তার শিকার এই অভিনেত্রী

একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে বাইকচালকের হাতে হেনস্তার শিকার হলেন বলিউড অভিনেত্রী শমিতা শেঠি। মুম্বাইয়ের রাবডি থানায় এ অভিনেত্রী অভিযোগ দায়ের করেছেন।
শমিতা শেঠির গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষের পর এই অভিনেত্রীকে মৌখিকভাবে হয়রানি করা হয়। চালক ছাড়াও তাঁর দুই বন্ধুও ছিলেন মোটরসাইকেলে।
পুলিশ জানিয়েছে, মোটরসাইকেল চালক শমিতার গাড়িতে ধাক্কা দেওয়ার পর অভিনেত্রীর গাড়ির চালক দর্শন সায়ন্ত তাঁদের সঙ্গে কথা বলতে গাড়ি থেকে নামেন। এর পরেই চালকের সঙ্গে ওই তিনজনের বাকবিতণ্ডা শুরু হয়। মুম্বাইয়ের থানের বিবিয়ানা মলের কাছে এ ঘটনা ঘটে।
অভিযোগ, ওই বাইকচালক শমিতার গাড়ির চালককে থাপ্পড়ও মেরেছেন।
পুলিশের কাছে লিখিত অভিযোগে বলা হয়েছে, দর্শনকে হুমকিও দেন ওই বাইকচালক ও তাঁর সঙ্গীরা। ঘটনাটি গত মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ ঘটেছিল। তবে ঘটনায় কেউ আহত হননি।
এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ২৭৯, ৩২৩, ৫০৪, ৫০৬, ৪২৭ ও ৩৪ ধারা অনুযায়ী মামলা করা হয়েছে।
রাবডি থানায় মোটরসাইকেল চালকসহ তিনজনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, ‘তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে, বাইকচালক ও আরোহীদের সন্ধান না পেলেও বাইকটি উদ্ধার হয়েছে।’
শমিতা শেঠি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠির বোন।
শমিতাকে সম্প্রতি নির্মাতা-প্রযোজক রোহিত শেঠি সঞ্চালিত জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘খাতরোঁ কে খিলাড়ি’র নবম মৌসুমে দেখা গেছে।
২০০০ সালে ‘মহাব্বতেন’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন উদয় চোপড়া। এ ছাড়া ‘ক্যাশ’, ‘মহাব্বত হো গ্যায়ি তুমছে’ ও ‘জেহের’ ছবিতেও অভিনয় করেন শমিতা। সূত্র : এনডিটিভি, ইন্ডিয়া টুডে