শয়নকক্ষের ছবিটি কে তুলেছিলেন?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/02/07/photo-1549516443.jpg)
ভারতের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে রাজকীয় বিয়ে, অভিজাত বিবাহোত্তর অভ্যর্থনার পর বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস এখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ব্যস্ত জীবনযাপন করছেন।
নিকইয়াঙ্কার তুষারাবৃত মধুচন্দ্রিমার ছবি সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছিল। প্রিয়াঙ্কা তাঁদের যাপনের ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে ভালোবাসেন এবং ‘বেওয়াচ’ অভিনেত্রী স্বামী নিকের সঙ্গে তোলা ভালোবাসাময় ছবি পোস্ট করেন।
সম্প্রতি প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে শেয়ার দিয়েছেন নিকের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটানোর ছবি। একটি ছবিতে দেখা যায়, ঘরে টেলিভিশন দেখছেন নিক আর প্রিয়াঙ্কা ঘুমিয়ে পড়েছেন। ক্যাপশনে প্রিয়াঙ্কা লেখেন, ‘ঘর’।
ছবিতে প্রিয়াঙ্কা ও নিককে দারুণ দেখালেও নেটিজেনদের অভিযোগ, নিজেদের ঘরের ছবি কেন জনসমক্ষে আনছেন এই তারকারা? প্রিয়াঙ্কার শেয়ার করা ছবির মন্তব্য-ঘরে অনেকে লিখেছেন, ‘শয়নকক্ষে ফটোগ্রাফার ঢুকেছে।’ কেউ লিখেছেন, ‘তোমরা কি সব সময় সঙ্গে ফটোগ্রাফার রাখো?’ কেউ জানতে চেয়েছেন আলোকচিত্রীর নাম।
ব্যক্তিগত জীবন জনসমক্ষে আনার ধুয়ো তুলে নেটিজেনদের বিদ্রুপের শিকার (ট্রোলড) হন ৩৬ বছরের হলিউড-বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ক্রমাগত বিদ্রুপ আর ফটোগ্রাফারের নাম জানতে চাওয়ার পর অবশেষে মুখ খুলেছেন প্রিয়াঙ্কা। পিসি জানিয়েছেন ক্যামেরার পেছনের মানুষটি কে।
প্রিয়াঙ্কা লিখেছেন, ‘ভাবছি, মানুষকে এটা জানানো দরকার। ধন্যবাদ দিব্য জ্যোতি, আমার ঘুমের ছবি তোলার জন্য।’ দিব্য জ্যোতি হলেন প্রিয়াঙ্কার কাজিন, যিনি এখন তাঁর সঙ্গে লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন।
প্রিয়াঙ্কার সঙ্গে ক্যালিফোর্নিয়ায় শুধু জোনাস পরিবারই নয়, তাঁর নিজের পরিবারও রয়েছে। মা মধু চোপড়াও সেখানে রয়েছেন।
আর কিছুদিন পরই মুক্তি পেতে চলেছে প্রিয়াঙ্কার হলিউডি ছবি ‘ইজ ইট নট রোমান্টিক’। এর প্রধান চরিত্রে রয়েছেন রেবেল উইলসন। এ ছাড়া রয়েছেন লিয়াম হেমসওর্থ ও অ্যাডাম ডিভাইন। ১৪ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে।
এ ছাড়া শিগগিরই সোনালি বোস পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিংক’-এর শুটিংয়ে ফিরবেন প্রিয়াঙ্কা চোপড়া। এই ছবিটি অল্প বয়সে জটিল রোগে ভোগা আয়শা চৌধুরীকে নিয়ে নির্মিত, জীবনের শেষ দিনগুলোতে যিনি প্রেরণাদায়ী বক্তা হিসেবে কাজ করেছেন। এতে আরো রয়েছেন সিক্রেট ‘দঙ্গল’ অভিনেত্রী জাইরা ওয়াসিম এবং নির্মাতা-অভিনেতা ফারহান আখতার। চলতি বছরেই এ ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সূত্র : ইন্ডিয়া টুডে