সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা ললিতকলা একাডেমির বর্ণিল আয়োজন
সাত বছর পার করল ঢাকা ললিতকলা একাডেমি। এ উপলক্ষে আজ রোববার সন্ধ্যায় এফডিসির আট নম্বর ফ্লোরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।
লিখন ও নাদিয়ার নাচ দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর মঞ্চে ড. মাহফুজুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঢাকা ললিতকলা একাডেমির পরিচালক সাইফুল ইসলাম।
ঢাকা ললিতকলা একাডেমির প্রতি শুভ কামনা জানিয়ে ড. মাহফুজুর রহমান বলেন, ‘সাইফুল আমার ছোট ভাইয়ের মতো। অনেক স্নেহ করি সাইফুলকে। আমি আশা করছি, একদিন নৃত্যের ওপর ডক্টরেট ডিগ্রি দিবে ঢাকা ললিতকলা একাডেমি।’
ড. মাহফুজুর রহমান আরো বলেন, ‘এটিএন বাংলা শিগগিরই আন্তর্জাতিক নৃত্য প্রতিযোগিতা শুরু করবে। পৃথিবীর বিভিন্ন দেশের নৃত্যশিল্পীরা এতে অংশ নিবেন। এখানে ঢাকা ললিতকলা একাডেমির শিক্ষার্থীরাও অংশ নিবেন। শুভ কামনা রইল।’
অন্যদিকে, এনটিভি অনলাইনকে নিজের অনুভূতি প্রকাশ করে সাইফুল ইসলাম বলেন, ‘সপ্তম প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে আমরা উদযাপন করছি। আমার একাডেমি এক বছরের কিংবা দুই বছরের নয়, সাত বছরের। সাত বছরের শিশু যখন হাঁটতে শুরু করে তার বাবার আনন্দ হয়। আমরাও আনন্দ হচ্ছে। অনুষ্ঠানে আমরা ঢাকা ললিতকলা একাডেমি আয়োজিত নাচের প্রতিযোগিতায় বিজয়ী শিল্পীদের পুরস্কার দিয়েছি। এছাড়া কিছু তারকাদেরও আমরা ক্রেস্ট দিয়েছি।’
অনুষ্ঠানে ঢাকা ললিতকলা একাডেমির শিক্ষার্থীরা মনোমুগ্ধকর নাচ পরিবেশন করেন। এ ছাড়া নাচ করেন চিত্রনায়িকা শিরিন শিলা । গান পরিবেশন করেন ঐশী, বেলাল খান, পুজা, সামিয়া, জুঁই, শিমু ও কর্ণিয়াসহ অনেক জনপ্রিয় শিল্পী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দেবাশীষ বিশ্বাস ও জেসমিন মৌসুমী।
পুরো আয়োজনের মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা। শিগগিরই এটিএন বাংলায় অনুষ্ঠানটি দেখানো হবে।