Beta

অভিনয়ে অভিষেক হচ্ছে রকস্টার বাদশাহর!

১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২২

অনলাইন ডেস্ক
বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা ও গায়ক বাদশাহ। ছবি : সংগৃহীত

একের পর এক হিট গান উপহার দেওয়ার পর এবার বড়পর্দায় অভিষেক হতে চলেছে রকস্টার বাদশাহর। খবরে প্রকাশ, দাবাংকন্যা সোনাক্ষি সিনহার বিপরীতে একটি সিনেমায় অভিনয় করবেন বাদশাহ।

আর ওই ছবি দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হবে শিল্পী দাশগুপ্তের। তবে এখনো সিনেমার নাম চূড়ান্ত করা হয়নি।

এই ছবিতে আরো অভিনয় করবেন বরুণ শর্মা, অনু কাপুর, কুলভূষণ খরবান্দা ও নাদিরা বাবর।

খবরে প্রকাশ, ছবিটিতে র‍্যাপার বাদশাহ পাঞ্জাবি শিল্পীর ভূমিকায় অভিনয় করবেন। বাদশাহ জানিয়েছেন, অভিনয় শুরু করতে তিনি ভয় পেয়েছিলেন, কিন্তু সোনাক্ষি সিনহা পাশে থাকায় সে ভয় কিছুটা কেটেছে। সোনাক্ষি তাঁর খুব ভালো বন্ধু।

একটি দৈনিককে বাদশাহ বলেছেন, ‘এই বছরে অনেক কিছুই আমি শুরু করতে চলেছি। প্রযোজনার পর এবার অভিনেতা হিসেবে অভিষেক হতে চলেছে। ভূষণজি ও মৃগ (প্রযোজক ভূষণ কুমার, মৃগদীপ লাম্বা) আমাকে আশ্বস্ত করেছেন, চরিত্রটি আমার জন্য একদম পারফেক্ট। এটা একদম আলাদা ঘরানার ছবি আর তা আমার মুখে হাসি ফোটাবে। প্রিয় বন্ধু হিসেবে সোনাক্ষির সঙ্গে কাজ করাটা আমার জন্য বাড়তি পাওনা।’

অভিনেতা ও কলাকুশলীদের সঙ্গে শিগগিরই পাঞ্জাবের সেটে যোগ দেবেন বাদশাহ।

বাদশাহর চরিত্র নিয়ে টি-সিরিজের কর্ণধার, প্রযোজক ভূষণ কুমার বলেছেন, ‘যখন চিত্রনাট্য পড়ি এবং চরিত্রের ছবি আঁকি, তখন একমাত্র বাদশাহর নামই আমার মনে আসে। সে খুব মজার পাঞ্জাবি মানুষ। আর সেটাই এই ভূমিকায় তাঁকে নিতে প্ররোচিত করেছে। তবে সে যে শেষ পর্যন্ত দলে যোগ দিয়েছে, তাতে আমি খুশি।’ সূত্র : ইন্ডিয়া টুডে

Advertisement