দঙ্গলকন্যা সানিয়ার নতুন যাত্রা শুরু

পর্দার নতুন জুটির রোমান্স দেখতে কার না ভালো লাগে। আর তা সিনেমাটিতে আনে অভিনবত্ব, নতুন রসায়ন। দর্শকের হৃদয়েও জাগে নতুন উত্তেজনা। এই বছর বি-টাউন অনুরাগীরা দেখতে পাবেন প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধা বেশ কয়েকজন অভিনেতাকে।
খ্যাতিমান পরিচালক অনুরাগ বসুর একটি ছবিতে প্রথমবারের মতো জুটি বাঁধবেন দঙ্গলকন্যা সানিয়া মালহোত্রা ও আদিত্য রায় কাপুর। তবে সিনেমার নাম এখনো প্রকাশ করা হয়নি।
সুপারস্টার আমির খানের ‘দঙ্গল’ ছবিতে অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন সানিয়া মালাহোত্রা। সেই থেকে তাঁকে দঙ্গলকন্যা নামেই ডাকেন ভক্তরা। যা হোক, ‘আশিকি টু’ খ্যাত আদিত্য রায় কাপুরের সঙ্গে এরই মধ্যে শুটিং শুরু করে দিয়েছেন সানিয়া।
এক ফ্রেমে অনুরাগ বসু ও সানিয়া-আদিত্য। ছবি : সংগৃহীত
গতকাল শনিবার ‘ফিতর’ তারকা আদিত্য তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শুটিং সেটের একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘নতুন যাত্রা শুরু হলো।’ মজার ব্যাপার হলো, আদিত্য-সানিয়ার পেছনে পরিচালক অনুরাগ বসুকে দেখা যাচ্ছে।
ছবিতে আদিত্য ও সানিয়াকে হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে। আর অনুরাগ পেছন থেকে মজার ভঙ্গি করছেন। ভক্তদের আশা, সানিয়া-আদিত্য জুটি পর্দায় ঝড় তুলবে।
এর আগে ‘লাইফ ইন এ মেট্রো’ ছবির সিক্যুয়েল নিয়ে বি-টাউনে বেশ জল্পনা চলছিল। তবে অনুরাগ বসু সেই গুঞ্জন উড়িয়ে দেন। বার্তা সংস্থা আইএএনএসকে তিনি বলেন, ‘নতুন প্রজন্মের মেধাবীদের পেয়ে আমি সত্যিই খুব খুশি। আর মিউজিকের জন্য বরাবরের মতো আমার আস্থা বন্ধু প্রীতমের ওপর। আমার পরের প্রকল্পে ভূষণ কুমারের সঙ্গে কাজ করছি, এটা আমার জন্য আনন্দের।’
খবরে প্রকাশ, অনুরাগ বসুর শিরোনামহীন এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভিষেক বচ্চন, রাজকুমার রাও, ফাতিমা সানা শেখ ও পঙ্কজ ত্রিপাঠি। সূত্র : বলিউড বাবল